প্রশ্ন: জামালপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৭৮ সালে।
প্রশ্ন: জামালপুর জেলার সীমানা কি?
উ: জামালপুর জেলার সীমানা:
✅ উত্তরে: শেরপুর ও কুড়িগ্রাম
✅ দক্ষিণে: টাঙ্গাইল জেলা অবস্থিত
✅ পূর্বে: ময়মনসিংহ ও শেরপুর জেলা
✅ পশ্চিমে: যমুনা নদী ও বগুড়া জেলা
প্রশ্ন: জামালপুর জেলার আয়তন কত?
উ:২০৩১.৯৮ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: জামালপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: উদ্ভাসিত জামালপুর।
প্রশ্ন: জামালপুর জেলার গ্রাম কতটি?
উ: ১৩৬১ টি।
প্রশ্ন: জামালপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৬৮টি।
প্রশ্ন: জামালপুর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৭টি। জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ, বক্সীগঞ্জ ও মাদারগঞ্জ।
প্রশ্ন: জামালপুর জেলার পৌরসভা কতটি?
উ: ৮ টি। জামালপুর সদর , ইসলামপুর, মাদারগঞ্জ, বকশিগঞ্জ, মেলান্দহ, হাজরাবাড়ী, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী।
প্রশ্ন: জামালপুর জেলার নদ-নদী কি কি?
উ: পুরাতন ব্রহ্মপুত্র, যমুনা, বানার, জিনজিরা, ছাতল ও ঝিনাই ইত্যাদি।
প্রশ্ন: জামালপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: জিলবাংলা চিনিকল, যমুনা সার কারখানা।
প্রশ্ন: জামালপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: যমুনা সার কারখানা, শাহ জামালের মাজার, দয়াময়ী মন্দির ইত্যাদি।
প্রশ্ন: জামালপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: আমজাদ হোসেন (নাট্যকার ও অভিনেতা), নজরুল ইসলাম বাবু (গীতিকার), খালেদ মোশাররফ (বীর মুক্তিযোদ্ধা), হাসান হাফিজুর রহমান (কবি), আতিউর রহমান (রাজনীতিবিদ), আবদুল্লাহ আল মামুন (নাট্যকার ও অভিনেতা)।