No Internet Connection !

দিনাজপুর জেলা পরিচিতি

প্রশ্ন: দিনাজপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৭৮৬ সালে।
প্রশ্ন: দিনাজপুর জেলার সীমানা কি? উ: দিনাজপুর জেলার সীমানা:

✅ উত্তরে: ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী

✅ দক্ষিণে: জয়পুরহাট ও ভারতের পশ্চিমবঙ্গ

✅ পূর্বে: রংপুর ও নীলফামারী

✅ পশ্চিমে: ভারতের পশ্চিমবঙ্গ


প্রশ্ন: দিনাজপুর জেলার আয়তন কত? উ:. ৩,৪৪৪.৩০ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: দিনাজপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: আলোর দিশারী।
প্রশ্ন: দিনাজপুর জেলার গ্রাম কতটি? উ: ২১৩১ টি।
প্রশ্ন: দিনাজপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ১০৩ টি।
প্রশ্ন: দিনাজপুর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ১৩ টি। দিনাজপুর সদর, ঘোড়াঘাট, কাহারোল, বিরল, বীরগঞ্জ, খানসামা, চরকাই, পার্বতীপুর হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, বোঁচাগঞ্জ, ফুলবাড়ি ও চিরির বন্দর।
প্রশ্ন: দিনাজপুর জেলার পৌরসভা কতটি? উ: ৯ টি। দিনাজপুর, পাহাড়পুর, ফুলবাড়ী, বীরগঞ্জ, বিরামপুর, সেতাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, পার্বতীপুর।
প্রশ্ন: দিনাজপুর জেলার নদ-নদী কি কি? উ: যমুনা, করতোয়া, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, দীপা ইত্যাদি।
প্রশ্ন: দিনাজপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলে কি কি? উ: ভোজ্য তেল, কয়লা খনি কঠিন শিলা প্রকল্প, চিনি, ঔষধ, বস্ত্র, কাচ বালু।
প্রশ্ন: দিনাজপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: কান্তজীর মন্দির, রামসাগর দিঘী, চেহেল গাজী (র)-এর মাজার ও মসজিদ, শালবন বিহার, সীতাকোট বিহার।
প্রশ্ন: দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: হাজী দানেশ (সমাজ সেবক), অধ্যাপক ইউসুফ আলী (মহান স্বাধীনতার সনদ পাঠক), নির্মলেন্দু লাহিড়ী, লে. জে. মাহাবুর রহমান।
তথ্যসূত্র: dinajpur.gov.bd
top
Back
Home
Gsearch