প্রশ্ন: নরসিংদী জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: নরসিংদী জেলার সীমানা কি?
উ: নরসিংদী জেলার সীমানা:
✅ উত্তরে: কিশোরগঞ্জ
✅ দক্ষিণে: নারায়ণগঞ্জ
✅ পূর্বে: মেঘনা নদী ও ব্রাহ্মণবাড়িয়া
✅ পশ্চিমে: গাজীপুর জেলা
প্রশ্ন: নরসিংদী জেলার আয়তন কত?
উ: ১১১৪ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: নরসিংদী জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: দীপ্যমান নরসিংদী।
প্রশ্ন: নরসিংদী জেলার গ্রাম কতটি?
উ: ১০৯৫ টি।
প্রশ্ন: নরসিংদী জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৭১ টি।
প্রশ্ন: নরসিংদী জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৬ টি। নরসিংদী, মনোহরদী, বেলাবো, রায়পুর, শিবপুর ও পলাশ।
প্রশ্ন: নরসিংদী জেলার পৌরসভা কতটি?
উ: ৬ টি। মাধবদী, নরসিংদী সদর, শিবপুর, মনোহরদী, রায়পুরা, ঘোড়াশাল।
প্রশ্ন: নরসিংদী জেলার নদ-নদী কি কি?
উ: মেঘনা, শীতলক্ষ্যা ইত্যাদি।
প্রশ্ন: নরসিংদী জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: চিনিকল, সারকারখানা, কুটির শিল্প, তাঁত শিল্প, সুতাকল, প্রাকৃতিক গ্যাস।
প্রশ্ন: নরসিংদী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: ঘোড়াশাল সার কারখানা, উয়ারী বটেশ্বর গ্রাম।
প্রশ্ন: নরসিংদী জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ), প্রফেসর মনিরুজ্জামান (শিক্ষাবিদ), আলাউদ্দিন আল আজাদ (কবি), শাসসুর রাহমান (সাহিত্যিক), ভাই গিরিশ চন্দ্র সেন (পবিত্র কুরআনের অনুবাদক)।