No Internet Connection !

নারায়ণগঞ্জ জেলা পরিচিতি

প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার সীমানা কি? উ: নারায়ণগঞ্জ জেলার সীমানা:

✅ উত্তরে: নরসিংদী ও গাজীপুর

✅ দক্ষিণে: মুন্সীগঞ্জ

✅ পূর্বে: মেঘনা নদী ও কুমিল্লা

✅ পশ্চিমে: ঢাকা জেলা


প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার আয়তন কত? উ: ৬৮৩.১৪ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: উদ্ভাবিত নারায়ণগঞ্জ।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার গ্রাম কতটি? উ: ১৩৭৪ টি।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৩৯ টি।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৭ টি ( নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ,বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ)।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার পৌরসভা কতটি? উ: ৫ টি (আড়াইহাজার, গোপালদী, তারাব, কাঞ্চন, সোনারগাঁ)।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার নদ-নদী কি কি? উ: পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ইত্যাদি।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: ভোজ্য তেল শোধনাগার, লবণ, কসমেটিক, পাটকল, বস্ত্রকল, ঔষধ কারখানা, সিমেন্ট ফ্যাক্টরি, জাহাজ শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম প্রভৃতি।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: পানাম সেতু, সোনারগাঁও, সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের মাজার, পাঁচ বিবির মাজার, পানাম নগর, পাগলা সেতু।
প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: কাজী দীন মুহম্মদ, হাসান হাফিজ (কবি), জ্যোতি বসু (সাবেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী), জেনারেল শফিউল্লাহ (মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: narayanganj.gov.bd
top
Back
Home
Gsearch