No Internet Connection !

নড়াইল জেলা পরিচিতি

প্রশ্ন: নড়াইল জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: নড়াইল জেলার সীমানা কি? উ: নড়াইল জেলার সীমানা:

✅ উত্তরে: মাগুরা জেলা

✅ দক্ষিণে: খুলনা জেলা

✅ পূর্বে: ফরিদপুর ও গোপালগঞ্জ

✅ পশ্চিমে: যশোর জেলা


প্রশ্ন: নড়াইল জেলার আয়তন কত? উ: ৯৯০.২৩ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: নড়াইল জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: দীপ্ত নড়াইল।
প্রশ্ন: নড়াইল জেলার গ্রাম কতটি? উ: ৬৩৫টি।
প্রশ্ন: নড়াইল জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৩৯ টি।
প্রশ্ন: নড়াইল জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৩টি। নড়াইল, কালিয়া ও লোহাগড়া।
প্রশ্ন: নড়াইল জেলার পৌরসভা কতটি? উ: ৩ টি।
প্রশ্ন: নড়াইল জেলার নদ-নদী কি কি? উ: নবগঙ্গা, ভৈরব, কুমার, মধুমতি, চিত্রা নদী ইত্যাদি।
প্রশ্ন: নড়াইল জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: চিনি শিল্পে, ঔষধ শিল্প প্রভৃতি।
প্রশ্ন: নড়াইল জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: লক্ষ্মীপাশার কালীবাড়ী, নিশিনাথতলা বড়দিয়ার মঠ, গোয়ালবাথান গ্রামের মসজিদ (অষ্টাদশ শতাব্দী), কদমতলার মসজিদ, নলদীর গাজীর দরগাহ, উজিপুর রাজা কেশব রায়ের বাড়ি, জোড়বাংলা রাধা গোবিন্দ মন্দির (অষ্টাদশ শতাব্দী), শিল্পী এসএম সুলতান চিত্র কর্মশালা।
প্রশ্ন: নড়াইল জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: নীহার রঞ্জন গুপ্ত (ঔপন্যাসিক), এস. এম, সুলতান (চিত্র শিল্পী), বীরেশ্রষ্ঠ নুর মোহাম্মদ (মুক্তিযোদ্ধা), ডা: আনোয়ার হোসেন।
তথ্যসূত্র: narail.gov.bd
top
Back
Home
Gsearch