No Internet Connection !

প্রাচীন ভারতের সাম্রাজ্য

সম্রাট অশোক
গুপ্ত সাম্রাজ্য
গৌড় বংশ
পাল বংশ
দেব শাসন
চন্দ্র শাসন
সেন বংশ

মৌর্য সাম্রাজ্য


প্রশ্ন: ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কী? উ: মৌর্য সাম্রাজ্য।
প্রশ্ন: মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উ: চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন: চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়? উ: পাটালী পুত্র।
প্রশ্ন: চাণক্য বা কৌটিল্য কার মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন? উত্তর: চন্দ্রগুপ্তের।
প্রশ্ন: বিন্দুসার ক্ষমতায় কত বছর ছিলেন? উত্তর: ৩২৪-১৮৫ খ্রিষ্টপূর্ব।
প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? উ: বিন্দুসার।
প্রশ্ন: মৌর্য বংশের রাজত্বকাল কত ছিল? উ: খ্রিস্টপূর্ব ৩২৪ থেকে ১৮৫ খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত।
প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য কখন সিংহাসনে আরোহণ করেন? উ: খ্রিস্টপূর্ব ৩২৪ অব্দে।
প্রশ্ন: প্রাচীন ভারতে কে প্রথম সর্ব ভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করেন? উ: চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতবর্ষে কয়টি প্রদেশ ছিল? উ: ৫টি।
প্রশ্ন: প্রদেশসমূহ কী কী? উ: (ক) উত্তরাপথ (খ) দক্ষিণাপথ (গ) প্রাচ্য (ঘ) অবন্তী (ঙ) কলিঙ্গ।

সম্রাট অশোক


প্রশ্ন: কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে? উ: সম্রাট অশোকের।
প্রশ্ন: অশোক ক্ষমতা গ্রহণ করেন কবে? উ: খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দে।
প্রশ্ন: শাসনকার্য পরিচালনার সুবিধার্থে তিনি সাম্রাজ্যকে কয় ভাগে বিভক্ত করেন? উ: পাঁচ ভাগে।
প্রশ্ন: মৌর্য বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? উ: বৃহদ্রথ মৌর্য।
প্রশ্ন: আর্যদের আগমনের পূর্বে বাংলায় কাদের রাজত্ব ছিল? উত্তর: মৌর্যদের।
প্রশ্ন: মৌর্য বংশের পতনের পর কোন বংশের উদ্ভব ঘটে? উত্তর: কম্ব।
প্রশ্ন: তিব্বতের রাজার অনুরোধে বৌদ্ধধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে কোন বাঙালি যান? উ: অতীশ দীপঙ্কর।
প্রশ্ন: কোন যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন? উ: কলিঙ্গ যুদ্ধ।
প্রশ্ন: সম্রাট অশোকের রাজত্বকাল ছিল কত বছর? উ: খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ পর্যন্ত।
প্রশ্ন: বিন্দুসারের মৃত্যুর পর কে ক্ষমতায় আরোহণ করেন? উ: তাঁর পুত্র অশোক।
প্রশ্ন: কলিঙ্গ যুদ্ধ হয় কখন? উ: খ্রিস্টপূর্ব ২৬০ মতান্তরে ২৬১ অব্দে।
প্রশ্ন: অশোক কার কাছে বৌদ্ধধর্মে দীক্ষিত হন? উত্তর: উপগুপ্ত নামের এক সন্ন্যাসীর কাছে।
প্রশ্ন: 'ধর্ম বিজয়ই হলো একমাত্র শ্রেষ্ঠ বিজয়'-উক্তিটি কার? উত্তর: অশোক।
প্রশ্ন: সর্বপ্রথম হস্তলিপির প্রচলন হয় কার আমলে? উত্তর: অশোক।
প্রশ্ন: কার প্রচেষ্টায় বৌদ্ধধর্ম বিশ্বধর্মে পরিণত হয়? উ: অশোকের।
প্রশ্ন: অশোক তাঁর পুত্র ও কন্যাকে কোথায় এবং কেন পাঠান? উ: সিংহলে ধর্ম প্রচারের জন্যে।

গুপ্ত সাম্রাজ্য


প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উ: প্রথম চন্দ্রগুপ্ত।
প্রশ্ন: সমুদ্রগুপ্ত কত বছর রাজত্ব করেন? উ: ৪০ বছর।
প্রশ্ন: ফা-হিয়েন কোন দেশের পর্যটক ছিলেন? উ: চীনের।
প্রশ্ন: সমুদ্র গুপ্ত কাব্য রচনা করে কী উপাধি লাভ করেন? উ: কথিরাজ।
প্রশ্ন: ফা হিয়েন এর ভ্রমণ সংক্রান্ত গ্রন্থের নাম কী? উ: ফো-কুয়ো-কিং।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল- উ: বিক্রমাদিত্য।
প্রশ্ন: সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের সীমানা ছিল কোন পর্যন্ত? উ: উত্তরে হিমালয় এবং দক্ষিণে নর্মদা।
প্রশ্ন: ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষে আসেন? উ: দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময়।
প্রশ্ন: 'বিক্রমাদিত্য' কার উপাধি ছিল? উ: দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
প্রশ্ন: 'সিংহবীর' কার উপাধি ছিল? উ: দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
প্রশ্ন: চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে বাংলায় আগমন করেন? উ: সপ্তম শতকে (৬৩৪ সালে)।
প্রশ্ন: সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? উ: ফা-হিয়েন।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্ত কখন ক্ষমতায় আরোহণ করেন? উ: খ্রিস্টপূর্ব ৩৮০ সনে।
প্রশ্ন: সমুদ্রগুপ্তের উদ্ভাবিত মুদ্রার নাম কী? উ: অশ্বমেধ পরিক্রমা।
প্রশ্ন: কালিদাসের মহাকাব্যের নাম কী? উ: মেঘদূত।
প্রশ্ন: কালিদাস কোন যুগের কবি ছিলেন? উ: গুপ্ত যুগের।
প্রশ্ন: সমুদ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়? উ: পাটলী পুত্র।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কোন বিখ্যাত চীনদেশীয় পরিব্রাজকে ভারত পরিদর্শন করেন? উ: ফা হিয়েন।
প্রশ্ন: গুপ্ত সম্রাটদের কাকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়? উ: সমুদ্রগুপ্তকে।
প্রশ্ন: গুপ্ত সম্রাটদের আদি বাসস্থান কোথায়? উ: উত্তর প্রদেশে।
প্রশ্ন: প্রথম চন্দ্রগুপ্ত কত সালে গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন করেন? উ: খ্রিস্টপূর্ব ৩২ সালে।
প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? উ: পাটালি পুত্র।
প্রশ্ন: গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? উ: সমুদ্রগুপ্ত।
প্রশ্ন: গুপ্ত রাজাদের মধ্যে সর্বপ্রথম 'মহারাজাধিরাজ' উপাধি গ্রহণ করেন কে? উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত।

গৌড় বংশ


প্রশ্ন: গৌড় বংশের শক্তিশালী রাজা কে ছিলেন? উ: শশাঙ্ক।
প্রশ্ন: শশাঙ্কের উপাধি কী ছিল? উ: মহাসামন্ত।
প্রশ্ন: শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উ: কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)।
প্রশ্ন: রাজা হর্ষবর্ধন কখন সিংহাসনে আরোহণ করেন? উ: ৬০৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: হর্ষবর্ধন কবে 'রাজপুত্র' উপাধি গ্রহণ করেন? উত্তর: ৬১২ সালে।
প্রশ্ন: কর্ণসুবর্ণ বর্তমানে কোন অঞ্চলের নাম? উ: বর্তমান মুর্শিদাবাদ জেলা।
প্রশ্ন: হর্ষবর্ধনের সময় আগত চীনা পরিব্রাজকের নাম- উ: হিউয়েন সাং।
প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয়ের (প্রাচীন বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠাতা কে? উ: রাজা হর্ষবর্ধন।
প্রশ্ন: হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? উ: বাণভট্ট।
প্রশ্ন: হর্ষবর্ধন কখন মৃত্যুবরণ করেন? উ: ৬৪৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? উ: কনৌজে।
প্রশ্ন: হিউয়েন সাং এর আগমনের সময়কাল ছিল- উ: ৬৩০ খ্রিস্টাব্দ।
প্রশ্ন: হর্ষবর্ধন কোন অঞ্চলের রাজা ছিলেন? উ: থানেশ্বরের।
প্রশ্ন: হর্ষবর্ধন কী নামে অভিহিত হন? উত্তর: উত্তরাপথের সর্বাধিনায়ক।
প্রশ্ন: স্বাধীন গৌড় রাজ্যের রাজধানী ছিল কোথায়? উ: কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)।
প্রশ্ন: কোন শাসক প্রাচীন জনপদগুলোকে একত্রিত করেন? উ: শশাঙ্ক (৬০৬ সালে)।
প্রশ্ন: গৌড় রাজ্যকে শক্তিশালী রাজ্যে পরিণত করার জন্য শশাঙ্ক কোন উপাধি ধারণ করেন? উ: রাজাধিরাজ।
প্রশ্ন: কত সালে গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়? উ: ৬০৬ সালে।
প্রশ্ন: কে স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন? উ: শশাঙ্ক।
প্রশ্ন: শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল? উত্তর: কর্ণসুবর্ণ।
প্রশ্ন: শশাঙ্ক কত সাল পর্যন্ত প্রবল প্রতাপের সাথে ভারত শাসন করেন? উ: ৬১৯ সাল পর্যন্ত।
প্রশ্ন: স্বাধীন গৌড় রাজ্যের প্রথম সম্রাট ছিলেন- উ: সম্রাট শশাঙ্ক।
প্রশ্ন: সপ্তম শতকে কাকে গৌড়রাজ বলা হতো? উত্তর: শশাঙ্ক।
প্রশ্ন: মাৎস্যন্যায় বলতে কী বোঝায়? উত্তর: সংস্কৃত শব্দ “মৎস্য” অর্থ মাছ, আর “ন্যায়” অর্থ বিচার বা নিয়ম। “মাৎস্যন্যায়” হলো সেই সামাজিক বা রাজনৈতিক অবস্থা, যেখানে আইনের শাসন অনুপস্থিত এবং শক্তিশালী দুর্বলকে দমন করে নিজের ইচ্ছামতো শাসন বা শোষণ চালায়। রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়ে বাংলার রাজনীতিতে সৃষ্ট চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাকে পাল তাম্রশাসনে আখ্যায়িত করা হয়েছে মাৎস্যনায় বলে।
প্রশ্ন: মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? উত্তর: ৭ম-৮ম শতক (৬৫০ থেকে ৭৫০ সাল)।

পাল বংশ


প্রশ্ন: বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? উ: পাল বংশ।
প্রশ্ন: পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? উ: ধর্মপাল।
প্রশ্ন: সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? উ: ধর্মপাল।
প্রশ্ন: সোমপুর বিহার কোথায় অবস্থিত? উ: নওগাঁ জেলার পাহাড়পুরে।
প্রশ্ন: ধর্মপাল ধর্ম বিস্তারের জন্য কয়টি শিক্ষাকেন্দ্র স্থাপন করেন? উ: ৫০টি।
প্রশ্ন: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কোন বংশের সময়ে রচিত হয়? উ: পাল বংশের সময়ে।
প্রশ্ন: পাল বংশের সর্বশেষ রাজা কে? উ: রামপাল।
প্রশ্ন: দেব রাজাদের রাজধানী দেব পর্বত কোথায় অবস্থিত? উ: বর্তমান কুমিল্লা জেলার ময়নামতিতে।
প্রশ্ন: বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ চালু করে কারা? উ: পালরা (গোপাল)।
প্রশ্ন: বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজ বংশের নাম কী? উ: পাল বংশ।
প্রশ্ন: গোপাল কখন সিংহাসনে আরোহণ করেন? উ: ৭৫৬ খ্রি. হতে ৭৮১ খ্রি. পর্যন্ত ২৫ বছর (আনুমানিক)।
উ: কবে পাল বংশের বিলুপ্তি ঘটে? উ: ১১২৪ সালে।
প্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে? উ: গোপাল পাল।
প্রশ্ন: গোপালের পিতার নাম কী? উত্তর: বপ্যট।
প্রশ্ন: পাল বংশ প্রতিষ্ঠিত হয় কবে? উ: ৭৫০ সালে।
প্রশ্ন: পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? উত্তর: বৌদ্ধ।
প্রশ্ন: পাল বংশের রাজারা বাংলায় কত বছর রাজত্ব করেছেন? উ: প্রায় চারশত বছর।
প্রশ্ন: 'সোমপুর বিহারের' প্রতিষ্ঠাতা কে? উত্তর: রাজা ধর্মপাল।

দেব শাসন


প্রশ্ন: দেববংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়? উত্তর: ৭৪০ থেকে ৮৯৯ সাল।
প্রশ্ন: দেব রাজবংশের রাজাদের রাজধানীর নাম কী ছিল? উত্তর: দেবপর্বত।

চন্দ্র শাসন


প্রশ্ন: চন্দ্র বংশের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর: ত্রৈলোক্যচন্দ্র।
প্রশ্ন: 'পরমেশ্বর', 'পরম ভট্টারক', 'মহারাজাধিরাজ' উপাধি কার? উত্তর: শ্রীচন্দ্রের।
প্রশ্ন: চন্দ্র বংশের রাজারা কোন রাজ্যের শাসক ছিলেন? উত্তর: পূর্ব ও দক্ষিণবঙ্গের।
প্রশ্ন: চন্দ্র বংশের শাসনকাল কত পর্যন্ত বিস্তৃত? উত্তর: দশম-একাদশ শতক।

সেন বংশ


প্রশ্ন: সেন বংশের প্রতিষ্ঠাতা কে? উ: হেমন্তসেন।
প্রশ্ন: সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? উ: বিজয়সেন।
প্রশ্ন: বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল? উ: ১০৯৮-১১৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
প্রশ্ন:কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসে? উ: বিজয় সেনের শাসনামলে (১০৯৮-১১৬০ খ্রি.)।
প্রশ্ন: বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন কখন? উ: ১২০৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: 'গৌড়েশ্বর' উপাধি কার ছিল? উ: লক্ষ্মণ সেনের।
প্রশ্ন: পূর্বে 'বোলঘকপুর' বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল কোন দেশ? উ: বাংলা।
প্রশ্ন: লক্ষ্মণ সেনের রাজধানী কোথায় ছিল? উ: গৌড় ও নদীয়াতে।
প্রশ্ন: দ্বারভাঙ্গা বা দার-ই-বঙ্গ নামে পরিচিত কোন স্থান? উ: ত্রিহুত।
প্রশ্ন: বাংলার শেষ হিন্দু রাজা কে? উ: লক্ষ্মণ সেন।
প্রশ্ন: 'পরমেশ্বর', 'পরম ভট্টারক', 'মহারাজাধিরাজ' কার উপাধি ছিল? উ: বিজয় সেনের।
প্রশ্ন: সেন বংশের অবসান হয় কখন? উ: ১২০৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: সেন বংশের সর্বশেষ রাজা কে? উ: লক্ষ্মণ সেন।
প্রশ্ন: বল্লাল সেন কে ছিলেন? উ: বিজয় সেনের পুত্র।
প্রশ্ন: বল্লাল সেনের উল্লেখযোগ্য রচনাবলি কী? উ: দানসাগর ও অদ্ভুত সাগর।
প্রশ্ন: সেন বংশের প্রথম রাজা কে ছিলেন? উ: হেমন্ত সেন।
প্রশ্ন: সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উ: বিজয়সেন।
প্রশ্ন: সেন বংশ প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১০৫০ সালে।
top
Back
Home
Gsearch