No Internet Connection !

বাংলাদেশ পুলিশ প্রশাসন

প্রশ্ন: বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? উ: ফুলবাড়িয়া, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশের মূলনীতি কী? উ: শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি।
প্রশ্ন: 'Police' শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? উ: পর্তুগিজ।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশের মনোগ্রাম কি? উত্তর: এক পাশে ধানের শীষ ও অপর পাশে গমের শীষ এবং মাঝখানে ভাসমান পালতোলা নৌকা, টপে শাপলা ও নিচে বাংলায় লেখা পুলিশ।
প্রশ্ন: পুলিশ রেঞ্জ কি? উ: কয়েকটি জেলার সমন্বয়ে একটি পুলিশ রেঞ্জ পঠিত হয়।
প্রশ্ন: হাইওয়ে পুলিশ ইউনিট উদ্বোধন করা হয় কবে? উ: ১১ জুন, ২০০৫ সালে।
প্রশ্ন: ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয় কবে? উ: ১৬ আগস্ট, ২০০৯।
প্রশ্ন: শিল্প অঞ্চল পুলিশ এর যাত্রা বা কার্যক্রম কবে? উ: ৩১ অক্টোবর ২০১০ সালে।
প্রশ্ন: সোয়াট (SWAT) কী? উ: Special Weapons And Tractis মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ দল।
প্রশ্ন: বাংলাদেশে পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন রেগুলেশন দ্বারা? উ: ১৮৬১ সালে প্রণীত রেগুলেশন।
প্রশ্ন: বাংলাদেশে 'স্পেশাল উইমেন পুলিশ কনটিনজেন্ট (SWPC)' চালু হয় কবে? উ: ২১ নভেম্বর, ২০০৮।
প্রশ্ন: পুলিশ রেঞ্জের প্রধান কর্মকর্তাকে কি বলে? উত্তর: ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ)।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম কমিউনিটি পুলিশিং শুরু হয় কবে? উত্তর: ১৯৯২ সালে।
প্রশ্ন: উপমহাদেশে কবে প্রথম রেগুলেশন প্রণীত হয়? উ: ১৮৬১ সালে।
প্রশ্ন: পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কী? উ: আইজিপি (ইনসপেক্টর জেনারেল অব পুলিশ)।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন? উ: এম এ খালেক।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপোলের সদস্য হয়? উ: ১৯৭৬ সালে।
প্রশ্ন: রেল পুলিশকে সাধারণভাবে কী বলা হয়? উ: জিআরপি।
প্রশ্ন: জিআরপি প্রধান কোন পদমর্যাদার হন? উ: ডিআইজি।
প্রশ্ন: পুলিশ জেলা কী? উ: কয়েকটি পুলিশ সার্কেলের সমন্বয়ে একটি পুলিশ জেলা গঠিত হয়?
প্রশ্ন: জেলার পুলিশ প্রধানের পদবী কী? উ: এসপি (সুপারিনটেনডেন্ট অব পুলিশ)
প্রশ্ন: থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কে? উ: অফিসার ইনচার্জ বা ওসি।
প্রশ্ন: পৌর পুলিশ গঠন করা হয় কবে? উত্তর: ১৬ অক্টোবর ২০১১।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটভিত্তিক গোয়েন্দা ইউনিটের নাম কি? উত্তর: পুলিশ ইন্টারনাল ওভারসাইট।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম আইজিপি কে? উত্তর: আব্দুল খালেক।
প্রশ্ন: বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে চালু হয়? উ: ১৯৭৪ সাল থেকে।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমী কোথায় অবস্থিত? উ: রাজশাহী জেলার চারঘাট থানার সারদায়।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কোথায় অবস্থিত? উ: ঢাকার মিরপুরে।
প্রশ্ন: উপমহাদেশে কার শাসনামলে সারদা পুলিশ একাডেমী চালু হয়? উ: লর্ড হার্ডিঞ্জ।
প্রশ্ন: সারদা পুলিশ একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? উ: ১৯১২ সালে।
প্রশ্ন: সারদা পুলিশ একাডেমীর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উ: মেজর চেসলি।
প্রশ্ন: সারদা পুলিশ একাডেমীর প্রথম দেশীয় অধ্যক্ষ কে ছিলেন? উ: খান বাহাদুর এস এ খান।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কী? উ: ডিটেকটিভ।
প্রশ্ন: 'ডিটেকটিভ' প্রথম কবে প্রকাশিত হয়? উ: ১৯৬০ সালে।
প্রশ্ন: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কী? উ: সন্ত্রাস ও অপরাধ দমনে নিযুক্ত পুলিশের বিশেষ বাহিনী।
প্রশ্ন: আয়তনে বৃহত্তম ও ক্ষুদ্রতম পুলিশ থানা কোনটি? উত্তর: যথাক্রমে শ্যামনগর (সাতক্ষীরা) এবং কোতোয়ালী (ঢাকা)।
প্রশ্ন: ইউনিফর্মধারী নারী পুলিশের যাত্রা শুরু হয় কবে? উত্তর: ৮ মার্চ ১৯৭৬।
প্রশ্ন: বিসিএস থেকে সহকারী পুলিশ সুপার পদে যোদগানকারী প্রথম নারী কে? উত্তর: ফাতেমা বেগম (১৯৮৬ সালে)।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশের প্রথম নারী ডিআইজি কে? উত্তর: ফাতেমা বেগম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি (অফিসার ইনচার্জ)-এর নাম কি? উত্তর: হোসনে আরা বেগম; নিয়োগ ১৭ মে ২০০৯; ক্যান্টনমেন্ট থানা (ঢাকা)।
প্রশ্ন: ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ৬ এপ্রিল ১৯৬৫।
প্রশ্ন: মেট্রোপলিটন পুলিশের প্রধানকে কী বলা হয়? উ: পুলিশ কমিশনার।
প্রশ্ন: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি করা হয়? উ: ১৯৭৮ সালে।
প্রশ্ন: ঢাকা মহানগরীতে কবে মেট্রোপলিটন পুলিশ চালু হয়? উ: ১৯৮৫ সালে।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশ একাডেমীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডারের নাম কী? উ: এলিজা শারমিন।
প্রশ্ন: আন্তর্জাতিক পুলিশ সংস্থা কোনটি? উ: ইন্টারপোল।
প্রশ্ন: পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি'র পদ মর্যাদা কি? উ: সিনিয়র সচিব পদ মর্যাদা।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম নারী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? উ: ২১ জুন ২০১১ সালে।
প্রশ্ন: পাক-ভারত উপমহাদেশে কবে পুলিশ সার্ভিস চালু হয়? উ: ১৮৬১ সালে।
প্রশ্ন: কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়? উ: লর্ড ক্যানিংয়ের।
প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে? উ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রশ্ন: বাংলাদেশ কয়টি জিআরপি জেলায় বিভক্ত ও কী কী? উ: ২টি। যথা: চট্টগ্রাম ও সৈয়দপুর।
প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কয়টি পুলিশ রেঞ্জ আছে? উত্তর: ১০টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, রেলওয়ে ও হাইওয়ে)।
প্রশ্ন: সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত? উ: পদ্মা।
প্রশ্ন: আর্মড পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট পাস হয় কবে? উ: ১৯৭৯ সালে।
প্রশ্ন: প্রথম ভিকটিম সাপোর্ট সেন্টার কোথায় অবস্থিত? উত্তর: তেজগাঁও থানা, ঢাকা।
প্রশ্ন: পুলিশের পদমর্যাদার ধারাক্রম কি?
উ: পুলিশের পদমর্যাদার ধারাক্রম:
✅ ইন্সপেক্টর জেনারেল (IG)
✅ এডিশনাল ইন্সপেক্টর জেনারেল (Add. IG)
✅ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG)
✅ এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (Add DIG)
✅ এসিসট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (AIG) বা সুপারিনটেনডেন্ট অব পুলিশ (SP)
✅ এডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ (অ্যাড. এসপি)
✅ সিনিয়র অ্যাসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ (Senior ASP)
✅ অ্যাসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ASP)
✅ ইন্সপেক্টর
✅ সাব ইন্সপেক্টর (SI)
✅ সার্জেন্ট
✅ এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI)
✅ হাবিলদার
✅ নায়েক
✅ কনস্টেবল
top
Back
Home
Gsearch