No Internet Connection !

বিদ্যুৎ শক্তি

প্রশ্ন: বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস কি? উ: খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি ও কয়লা।
প্রশ্ন: ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন শুরু হয় কত সালে? উ: ৭ ডিসেম্বর, ১৯০১ সালে।
প্রশ্ন: বাংলাদেশে পানি বিদ্যুৎ কেন্দ্র কয়টি? উ: ১টি।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? উ: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্ন: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উ: রাঙামাটি জেলায়।
প্রশ্ন: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কত সালে? উ: ১৯৬২ সালে।
প্রশ্ন: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? উ:২৩০ মেগাওয়াট।
প্রশ্ন: রূপপুর কোথায় অবস্থিত? উ: পাবনা জেলায়।
প্রশ্ন: বিদ্যুৎ বিভাগ-এর ইংরেজি নাম কি? উত্তর: Power Division.
প্রশ্ন: BPDB-এর পূর্ণরূপ কি? উত্তর: Bangladesh Power Development Board.
প্রশ্ন: WZPDCL-এর পূর্ণরূপ কি? উত্তর: West Zone Power Distribution Company Ltd.
প্রশ্ন: বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কবে গ্রহণ করা হয়? উত্তর: ১৯৬১ সালে।
প্রশ্ন: বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নাম কি? উত্তর: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর: ঈশ্বরদী, পাবনা।
প্রশ্ন: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৫৯ সালে।
প্রশ্ন: গ্রাম বাংলায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরি নিয়োজিত কোন সংস্থা? উত্তর: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB)।
প্রশ্ন: ঢাকায় প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয় কোথায়? উত্তর: আহসান মঞ্জিলে।
প্রশ্ন: সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? উত্তর: সন্দ্বীপ (চট্টগ্রাম)।
প্রশ্ন: বর্তমান দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্ন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: ধানখালী, কলাপাড়া, পটুয়াখালী।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় একমাত্র বায়ু বিদ্যুৎ প্রকল্প চালু রয়েছে? উ: কক্সবাজারের কুতুবদিয়া।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? উ: নরসিংদী।
প্রশ্ন: পল্লী বিদ্যুৎ বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? উ: ১৯৭৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় বায়ু বিদ্যুৎ প্রকল্প রয়েছে? উ: চট্টগ্রামের মিরেশ্বরাই, কক্সবাজারের কুতুবদিয়ায় ও ফেনীর সোনাগাজীতে।
প্রশ্ন: দেশের বৃহত্তর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উ: মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্ন: দেশে প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উ: সিলেটের হরিপুর বিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্ন: দেশে প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উ: দিনাজপুরের বড় পুকুরিয়া (২৫০ মেগাওয়াট)।
top
Back
Home
Gsearch
window.addEventListener('wheel', function(event) {let dn = document.getElementById('dn');if (event.deltaY > 0) {dn.style.display= "none"; } else if (event.deltaY < 0){dn.style.display= "block"; }}); // Check if the device supports touch events if ('ontouchstart' in window || navigator.maxTouchPoints) { // Add touch event listeners for scrolling document.addEventListener('touchstart', handleTouchStart); document.addEventListener('touchmove', handleTouchMove); } // Variables to track touch start position let startX;let startY; function handleTouchStart(event) { // Record the start position of touch startX = event.touches[0].clientX;startY = event.touches[0].clientY; } function handleTouchMove(event) { // Calculate the distance traveled let deltaX = event.touches[0].clientX - startX; let deltaY = event.touches[0].clientY - startY; // Check if the distance traveled is mostly vertical if (Math.abs(deltaY) > Math.abs(deltaX)) { // If so, handle it as a vertical scroll if (deltaY < 0) { // Scrolling down let dn = document.getElementById('dn'); dn.style.display= "none"; } else { // Scrolling up let dn = document.getElementById('dn'); dn.style.display= "block"; }}}-->