No Internet Connection !

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিচিতি

প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমানা কি? উ: ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমানা:

✅ উত্তরে: হবিগঞ্জ ও কিশোরগঞ্জ

✅ দক্ষিণে: কুমিল্লা

✅ পূর্বে: ভারতের ত্রিপুরা রাজ্য

✅ পশ্চিমে: নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা


প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন কত? উ: ১,৯২৭.১১ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের নাম কি? উ: প্রদীপ্ত ব্রাহ্মণবাড়িয়া।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্রাম কতটি? উ: ১৩২৩ টি।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ১০০ টি।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৯ টি। ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, বাঞ্ছারামপুর, সরাইল, নবীনগর, নাছিরনগর আশুগঞ্জ ও বিজয়নগর।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌরসভা কতটি? উ: ৫ টি। ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, নবীনগর, কসবা।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার নদ-নদী কি কি? উ: মেঘনা, তিতাস, সালদা, হাওড়া, বুড়ি ইত্যাদি।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: আশুগঞ্জ তাপ বিদ্যু কেন্দ্র, তাঁত শিল্প, হস্ত শিল্প, সার কারখানা, বাঁশ ও বেত শিল্প, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: তিতাস গ্যাস উত্তোলন কেন্দ্র, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানা।
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: মা আনন্দময়ী, অলি আহাদ (ভাষা সৈনিক), আল মাহমুদ (কবি), অদ্বৈতমল্ল বর্মণ (ঔপন্যাসিক), আবদুল কুদ্দুস মাখন (রাজনীতিবিদ), ওস্তাদ আয়েত আলী খাঁ (সঙ্গীত), ওস্তাদ আলাউদ্দিন খাঁ (সঙ্গীত), হরলাল রায় (সাহিত্যিক), সৈয়দ আবদুল হাদী, শফিক রেহমান, চিত্রনায়ক আলমগীর।
তথ্যসূত্র: brahmanbaria.gov.bd
top
Back
Home
Gsearch