No Internet Connection !

ব্রিটিশ বিরোধী আন্দোলন


ফকির আন্দোলন
তিতুমীরের আন্দোলন
ফরায়েজী আন্দোলন
দুদু মিয়া
সিপাহী বিদ্রোহ
নীল বিদ্রোহ
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
হাজী মুহম্মদ মুহসীন
নওয়াব আবদুল লতিফ
সৈয়দ আমীর আলী
স্যার সৈয়দ আহমদ খান

ফকির আন্দোলন


প্রশ্ন: বাংলায় ফকির সন্ন্যাসীদের আন্দোলন ছিল কাদের বিরুদ্ধে? উ: কোম্পানির শাসনের বিরুদ্ধে।
প্রশ্ন: কোন সালে ফকিররা প্রথম ইংরেজদের ওপর হামলা চালায়? উ: ১৭৬৩ সালে।
প্রশ্ন: ফকির আন্দোলনের নেতৃত্ব দেন কে? উ: মজনুশাহ্।
প্রশ্ন: ফকিররা কত সালে চূড়ান্তভাবে পরাজিত হয়? উ: ১৮০০ সালে।
প্রশ্ন: বাঙালি সন্ন্যাসীগণ কিসে বিশ্বাসী ছিলেন? উ: বেদান্তের মায়াবাদে বিশ্বাসী।
প্রশ্ন: সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সংগ্রাম শুরু করে কবে? উ: ১৭৬০ সালে বর্ধমান জেলায়।
প্রশ্ন: কে ফকির সন্ন্যাসীদের দমন করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন? উ: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: সন্ন্যাসীদের মধ্যে উল্লেখযোগ্য নেতা কে ছিলেন? উ: ভবানী পাঠক।
প্রশ্ন: বাংলায় ফকির সন্ন্যাসীদের প্রধান নেতা কে ছিলেন? উ: ফকির মজনু শাহ।
প্রশ্ন: দিনাজপুর ফকির এবং কোম্পানির লোকদের মধ্যে সংঘর্ষে কারা পরাজিত হয়? উ: কোম্পানির লোকেরা (১৭৭০-৭১ সালে)।
প্রশ্ন: ফকির সম্প্রদায়ের নেতা ছিলেন কে? উ: মজনু শাহ (তিনি উভয় সম্প্রদায়ের প্রধান ছিলেন)।
প্রশ্ন: ১৭৬৩ সালে কারা বাকেরগঞ্জে কোম্পানির কুঠি লুট করে? উ: একদল ফকির।
প্রশ্ন: ফকির মজনু শাহ মৃত্যুবরণ করে কত সালে? উ: ১৭৮৭ সালে?
প্রশ্ন: ফকিররা কবে ঢাকায় কোম্পানির ফ্যাক্টরি আক্রমণ করে? উ: ১৭৬৩ সালে।

তিতুমীরের আন্দোলন


প্রশ্ন: প্রথম দিকে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? উ: তিতুমীর।
প্রশ্ন: তিতুমীর কোথায় 'বাঁশের কেল্লা' নির্মাণ করেন? উ: নারিকেলবাড়িয়া।
প্রশ্ন: কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয়? উ: লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট।
প্রশ্ন: কোন বাঙালি প্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হন? উ: তিতুমীর।
প্রশ্ন: তিতুমীর কার নেতৃত্বের কাছে পরাজিত ও নিহত হন? উ: লে. কর্নেল স্টুয়ার্ট।
প্রশ্ন: তিতুমীর কত বছর বয়সে মক্কায় হজ পালন করতে যান? উ: ৩৯ বছর।
প্রশ্ন: মক্কায় তিনি কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? উ: সৈয়দ আহম্মদ বেরলভী।
প্রশ্ন: কার পরিকল্পনায় বাঁশের কেল্লা নির্মিত হয়? উ: গোলাম মাসুম।
প্রশ্ন: কার নেতৃত্বে প্রথমে ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী পাঠায়? উ: বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার।
প্রশ্ন: তিতুমীর কত সালে শাহাদৎ বরণ করেন? উ: ১৮৩১ সালে।
প্রশ্ন: তিতুমীরের অর্থনৈতিক ও সামাজিক জিহাদ ছিলো কাদের বিরুদ্ধে? উ: জমিদার ও নীলকর সাহেবদের বিরুদ্ধে।
প্রশ্ন: কোন যুদ্ধের মধ্যদিয়ে বাংলার স্বাধীনতা লুপ্ত হয়? উ: পলাশীর যুদ্ধ।
প্রশ্ন: নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংস হয় কত সালে? উ: ১৮৩১ সালে।
প্রশ্ন: তিতুমীরের প্রকৃত নাম কী? উ: সৈয়দ নিসার আলী।

ফরায়েজী আন্দোলন


প্রশ্ন: ফরায়েজি আন্দোলনের প্রবর্তক কে? উ: হাজী শরীয়তউল্লাহ।
প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহ্ কবে মৃত্যুবরণ করেন? উ: ১৮৪০ সালে।
প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন? উ: ১৭৮১ সালে শরীয়তপুর জেলায়।
প্রশ্ন: ফরজ কাজ মেনে চলার জন্য মুসলমানদেরকে আহ্বান করেন কে? উ: হাজী শরীয়তউল্লাহ।
প্রশ্ন: তিনি কত বছর বয়সে মক্কায় যান? উ: ১৮ বছর।
প্রশ্ন: মক্কায় অবস্থানকালে তিনি কোন আন্দোলনের সংস্পর্শে আসেন? উ: ওহাবী আন্দোলন।

দুদু মিয়া


প্রশ্ন: দুদু মিয়া কে ছিলেন? উ: হাজী শরীয়তউল্লাহর পুত্র।
প্রশ্ন: দুদু মিয়ার আসল নাম কী? উ: মুহম্মদ মুহসীন উদ্দীন।
প্রশ্ন: কার মৃত্যুর পর ফরায়েজী আন্দোলন দুর্বল হয়ে পড়ে? উ: দুদু মিয়া (১৮৬২ সালে মৃত্যুবরণ করেন)।
প্রশ্ন: শরীয়তউল্লাহর মৃত্যুর পর কে ফরায়েজি আন্দোলনে নেতৃত্ব দেন? উ: দুদু মিয়া।
প্রশ্ন: জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী-এই মতবাদ প্রচার করেন- উ: দুদু মিয়া।
প্রশ্ন: কোন আন্দোলন পরিচালনার জন্য চাঁদা আদায় করে কেন্দ্রীয় তহবিলে জমা দেয়া হতো? উ: ফরায়েজী আন্দোলন।
প্রশ্ন: কে ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? উ: দুদু মিয়া।

সিপাহী বিদ্রোহ


প্রশ্ন: সিপাহী বিদ্রোহকে কী বলা হয়? উ: প্রথম স্বাধীনতা সংগ্রাম।
প্রশ্ন: ব্রিটিশ সরকার কত সালে সরাসরিভাবে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন? উ: ১৮৫৮ সালে।
প্রশ্ন: 'Secretary of State for India' কাকে বলা হতো? উ: ভারত শাসনের ব্রিটিশ প্রতিনিধিকে।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহ প্রথমে শুরু হয় কোথায়? উ: বঙ্গদেশের দমদমে এবং ব্যারাকপুরে।
প্রশ্ন: সিপাহী বিপ্লবের পর কত সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসনসংক্রান্ত এক নতুন আইন পাস হয়? উ: ১৮৫৮ সালে।
প্রশ্ন: কত সালে উপমহাদেশে কোম্পানির শাসনের অবসান ঘটে? উ: ১৮৫৮ সালে।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহ সমর্থন করায় কোন মুঘল সম্রাট ক্ষমতাচ্যুত হন? উ: দ্বিতীয় বাহাদুর শাহ্।
প্রশ্ন: উপমহাদেশের প্রধান শাসককে ব্রিটিশ সরকার কর্তৃক কী উপাধি দেওয়া হয়? উ: ভাইসরয়।
প্রশ্ন: ১৮৫৭ সালে মে মাসে অশ্বারোহী ও পদাতিক সৈন্যরা কোথায় বিদ্রোহ করে? উ: মিরাটে।
প্রশ্ন: কোন রাইফেল ব্যবহারের কারণে সিপাহীদের মর্মে অসন্তোষ দেখা দেয়। উ: এনফিল্ড রাইফেল।
প্রশ্ন: সিপাহী বিপ্লব কত সালে সংঘটিত হয়? উ: ১৮৫৭ সালে।

নীল বিদ্রোহ


প্রশ্ন: নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে? উ: ১৮৬০ সালে।
প্রশ্ন: নীল চাষীরা বিদ্রোহের জন্য কী গঠন করেছিল? উ: লাঠিয়াল এবং ধরকন্দাজ বাহিনী।
প্রশ্ন: নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে? উ: ১৮৫৯-৬০ সালে।
প্রশ্ন: নীল চাষে কাদের বিশেষ কোন দায়িত্ব ছিল না? উ: নীলকর সাহেবদের।
প্রশ্ন: নীলকরদের অত্যাচারের কাহিনী অবলম্বনে 'নীল দর্পণ' নাটক কে রচনা করেন? উ: দীনবন্ধু মিত্র।
প্রশ্ন: নীল বিদ্রোহ ছিল- উ: চাষীদের নীল চাষের বিরুদ্ধে ইংরেজ বণিকদের বিদ্রোহ।
প্রশ্ন: ইংল্যান্ডে শিল্প বিপ্লব কোন শতকে সংঘটিত হয়? উ: আঠারো শতকের শেষের দিকে।
প্রশ্ন: বাংলায় কত বছর পর্যন্ত নীল চাষ অব্যাহত থাকে? উ: প্রায় ১০০ বছর।

বাংলায় ধর্মীয় এবং সামাজিক সংস্কার


রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩)


প্রশ্ন: ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? উ: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: রাজা রামমোহন রায়ের অমর কীর্তি কী? উ: ব্রাহ্মধর্ম ও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা।
প্রশ্ন: রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন? উ: দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় আকবর (১৮৩০ সালে)।
প্রশ্ন: কোন বাঙালি সতীদাহ বা সহমরণ প্রথা রহিত করার জন্য আন্দোলন করেন? উ: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: তিনি কিসের ভিত্তিতে হিন্দুধর্ম ও হিন্দু সার্জকে গড়ে তুলতে চেয়েছিলেন? উ: একেশ্বরবাদ।
প্রশ্ন: আত্মীয়সভা নামে এক ধর্ম আলোচনা সভা প্রতিষ্ঠা করেন কে? উ: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: এদেশে ইংরেজি শিক্ষা প্রবর্তনের অগ্রদূত ছিলেন কে? উ: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: রাজা রামমোহন রায় কোন ক্ষেত্রে অবদান রাখেন? উ: শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কার ও সামাজিক সংস্কার।
প্রশ্ন: রামমোহন রায় কত সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? উ: ১৮২৮ সালে।
প্রশ্ন: রামমোহন রায়কে 'রাজা' উপাধিতে অলংকৃত করেন কে? উ: দ্বিতীয় আকবর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-৯১ সাল)


প্রশ্ন: কে হিন্দু বিধবা বিবাহ প্রথা প্রচলন করেন? উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেন? উ: মেদিনীপুর।
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন কবে? উ: ১৮৫১ সালে।
প্রশ্ন: কার তত্ত্বাবধানে বাংলায় প্রথম বিধবা বিবাহ প্রচলিত হয়? উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: কত সালে হিন্দুসমাজে বিধবা বিবাহ প্রথা আইনসম্মত হয়? উ: ১৮৫৬ সালে।
প্রশ্ন: কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়? উ: হিন্দু কলেজকে।
প্রশ্ন: কে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা রহিত করার জন্য জোর আন্দোলন করেন? উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়? উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮৫৬ সালে)।
প্রশ্ন: বিদ্যাসাগর কোন কলেজের হেড পণ্ডিত ছিলেন? উ: ফোর্ট উইলিয়াম কলেজ (১৮৪৯ সালের নিযুক্ত হন)।

হাজী মুহম্মদ মুহসীন (১৭৩০-১৮৩২ সাল)


প্রশ্ন: কে মুসলমানদের শিক্ষার জন্য সর্বস্ব উইল করে যান? উ: হাজী মুহম্মদ মুহসীন।
প্রশ্ন: মুহসীনের মৃত্যুর পর কে তার সম্পত্তির ভার গ্রহণ করে? উ: ইংরেজ সরকার।
প্রশ্ন: হুগলিতে অবস্থিত সুপ্রসিদ্ধ ইমামবাড়া কে তৈরি করেন? উ: হাজী মুহম্মদ মুহসীন।

নওয়াব আবদুল লতিফ (১৮২৮-১৮৯৩ সাল)


প্রশ্ন: মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উ: সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন।
প্রশ্ন: 'মুসলিম সাহিত্য সমাজ' এর প্রতিষ্ঠাতা কে? উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উ: ১৮৬৩ সালে।
প্রশ্ন: কে কলকাতা মাদ্রাসায় এ্যাংলো ফার্সিয়ান বিভাগ খোলেন? উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: নওয়াব আবদুল লতিফ বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? উ:বর্তমান শরীয়তপুর।
প্রশ্ন: 'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে? উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: তিনি ১৮৪৮ সালে কোথায় ইংরেজি ও আরবির অধ্যাপক হিসেবে যোগ দেন? উ: কলকাতা মাদ্রাসায়।
প্রশ্ন: কত সালে 'মোহামেডান লিটারেরি সোসাইটি' প্রতিষ্ঠিত হয়? উ: ১৮৬৩ সালে।
প্রশ্ন: কার প্রচেষ্টায় মুহসীন তহবিলের অর্থ মুসলমান ছাত্রদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হয়? উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: মুসলমানদের মধ্যে প্রথম আইন পরিষদের সদস্য মনোনীত হন কে? উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: ১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম কী? উ: দৈনিক আজাদ।
প্রশ্ন: মুসলমানদের পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয়? উ: মর্লি-মিন্টো।

সৈয়দ আমীর আলী (১৮৪৯-১৯২৮)


প্রশ্ন: ভারত উপমহাদেশের কোন মনীষী প্রথম প্রিভি কাউন্সিল এর সদস্য হন? উ: সৈয়দ আমীর আলী।
প্রশ্ন: 'দি স্পিরিট অব ইসলাম' এবং 'এ শর্ট হিস্টোরী অব দি সেরাসিনস' কার বিখ্যাত রচনা? উ: সৈয়দ আমীর আলী।
প্রশ্ন: কলকাতার 'সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন'-এর প্রতিষ্ঠাতা কে? উ: সৈয়দ আমীর আলী (১৮৭৭ সালে)।

স্যার সৈয়দ আহমদ খান


প্রশ্ন: আলীগড় আন্দোলনের প্রবক্তা কে? উ: স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন: আহমদ খান কত সালে আলীগড় 'এ্যাংলো ওরিয়েন্টাল কলেজ' প্রতিষ্ঠা করেন? উ: ১৮৭৭ সালে।
প্রশ্ন: ১৮৫৭ সালে বিপ্লবকালে কে ইংরেজ সরকারের একজন কর্মচারী ছিলেন? উ: স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন: আহমদ খান কত সালে আলীগড় 'মোহামেডান এডুকেশন কনফারেন্স' নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন? উ: ১৮৮৬ সালে।
প্রশ্ন: মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার অনুগামী করার জন্য কে বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠা করেন? উ: স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন: কলকাতা হাইকোটের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন? উ: সৈয়দ মাহমুদ।
top
Back
Home
Gsearch