প্রশ্ন: বাংলায় ফকির সন্ন্যাসীদের আন্দোলন ছিল কাদের বিরুদ্ধে?
উ: কোম্পানির শাসনের বিরুদ্ধে।
প্রশ্ন: কোন সালে ফকিররা প্রথম ইংরেজদের ওপর হামলা চালায়?
উ: ১৭৬৩ সালে।
প্রশ্ন: ফকির আন্দোলনের নেতৃত্ব দেন কে?
উ: মজনুশাহ্।
প্রশ্ন: ফকিররা কত সালে চূড়ান্তভাবে পরাজিত হয়?
উ: ১৮০০ সালে।
প্রশ্ন: বাঙালি সন্ন্যাসীগণ কিসে বিশ্বাসী ছিলেন?
উ: বেদান্তের মায়াবাদে বিশ্বাসী।
প্রশ্ন: সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সংগ্রাম শুরু করে কবে?
উ: ১৭৬০ সালে বর্ধমান জেলায়।
প্রশ্ন: কে ফকির সন্ন্যাসীদের দমন করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন?
উ: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: সন্ন্যাসীদের মধ্যে উল্লেখযোগ্য নেতা কে ছিলেন?
উ: ভবানী পাঠক।
প্রশ্ন: বাংলায় ফকির সন্ন্যাসীদের প্রধান নেতা কে ছিলেন?
উ: ফকির মজনু শাহ।
প্রশ্ন: দিনাজপুর ফকির এবং কোম্পানির লোকদের মধ্যে সংঘর্ষে কারা পরাজিত হয়?
উ: কোম্পানির লোকেরা (১৭৭০-৭১ সালে)।
প্রশ্ন: ফকির সম্প্রদায়ের নেতা ছিলেন কে?
উ: মজনু শাহ (তিনি উভয় সম্প্রদায়ের প্রধান ছিলেন)।
প্রশ্ন: ১৭৬৩ সালে কারা বাকেরগঞ্জে কোম্পানির কুঠি লুট করে?
উ: একদল ফকির।
প্রশ্ন: ফকির মজনু শাহ মৃত্যুবরণ করে কত সালে?
উ: ১৭৮৭ সালে?
প্রশ্ন: ফকিররা কবে ঢাকায় কোম্পানির ফ্যাক্টরি আক্রমণ করে?
উ: ১৭৬৩ সালে।
তিতুমীরের আন্দোলন
প্রশ্ন: প্রথম দিকে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন কে?
উ: তিতুমীর।
প্রশ্ন: তিতুমীর কোথায় 'বাঁশের কেল্লা' নির্মাণ করেন?
উ: নারিকেলবাড়িয়া।
প্রশ্ন: কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয়?
উ: লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট।
প্রশ্ন: কোন বাঙালি প্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হন?
উ: তিতুমীর।
প্রশ্ন: তিতুমীর কার নেতৃত্বের কাছে পরাজিত ও নিহত হন?
উ: লে. কর্নেল স্টুয়ার্ট।
প্রশ্ন: তিতুমীর কত বছর বয়সে মক্কায় হজ পালন করতে যান?
উ: ৩৯ বছর।
প্রশ্ন: মক্কায় তিনি কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন?
উ: সৈয়দ আহম্মদ বেরলভী।
প্রশ্ন: কার পরিকল্পনায় বাঁশের কেল্লা নির্মিত হয়?
উ: গোলাম মাসুম।
প্রশ্ন: কার নেতৃত্বে প্রথমে ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী পাঠায়?
উ: বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার।
প্রশ্ন: তিতুমীর কত সালে শাহাদৎ বরণ করেন?
উ: ১৮৩১ সালে।
প্রশ্ন: তিতুমীরের অর্থনৈতিক ও সামাজিক জিহাদ ছিলো কাদের বিরুদ্ধে?
উ: জমিদার ও নীলকর সাহেবদের বিরুদ্ধে।
প্রশ্ন: কোন যুদ্ধের মধ্যদিয়ে বাংলার স্বাধীনতা লুপ্ত হয়?
উ: পলাশীর যুদ্ধ।
প্রশ্ন: নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংস হয় কত সালে?
উ: ১৮৩১ সালে।
প্রশ্ন: তিতুমীরের প্রকৃত নাম কী?
উ: সৈয়দ নিসার আলী।
ফরায়েজী আন্দোলন
প্রশ্ন: ফরায়েজি আন্দোলনের প্রবর্তক কে?
উ: হাজী শরীয়তউল্লাহ।
প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহ্ কবে মৃত্যুবরণ করেন?
উ: ১৮৪০ সালে।
প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?
উ: ১৭৮১ সালে শরীয়তপুর জেলায়।
প্রশ্ন: ফরজ কাজ মেনে চলার জন্য মুসলমানদেরকে আহ্বান করেন কে?
উ: হাজী শরীয়তউল্লাহ।
প্রশ্ন: তিনি কত বছর বয়সে মক্কায় যান?
উ: ১৮ বছর।
প্রশ্ন: মক্কায় অবস্থানকালে তিনি কোন আন্দোলনের সংস্পর্শে আসেন?
উ: ওহাবী আন্দোলন।
দুদু মিয়া
প্রশ্ন: দুদু মিয়া কে ছিলেন?
উ: হাজী শরীয়তউল্লাহর পুত্র।
প্রশ্ন: দুদু মিয়ার আসল নাম কী?
উ: মুহম্মদ মুহসীন উদ্দীন।
প্রশ্ন: কার মৃত্যুর পর ফরায়েজী আন্দোলন দুর্বল হয়ে পড়ে?
উ: দুদু মিয়া (১৮৬২ সালে মৃত্যুবরণ করেন)।
প্রশ্ন: শরীয়তউল্লাহর মৃত্যুর পর কে ফরায়েজি আন্দোলনে নেতৃত্ব দেন?
উ: দুদু মিয়া।
প্রশ্ন: জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী-এই মতবাদ প্রচার করেন-
উ: দুদু মিয়া।
প্রশ্ন: কোন আন্দোলন পরিচালনার জন্য চাঁদা আদায় করে কেন্দ্রীয় তহবিলে জমা দেয়া হতো?
উ: ফরায়েজী আন্দোলন।
প্রশ্ন: কে ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?
উ: দুদু মিয়া।
সিপাহী বিদ্রোহ
প্রশ্ন: সিপাহী বিদ্রোহকে কী বলা হয়?
উ: প্রথম স্বাধীনতা সংগ্রাম।
প্রশ্ন: ব্রিটিশ সরকার কত সালে সরাসরিভাবে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন?
উ: ১৮৫৮ সালে।
প্রশ্ন: 'Secretary of State for India' কাকে বলা হতো?
উ: ভারত শাসনের ব্রিটিশ প্রতিনিধিকে।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহ প্রথমে শুরু হয় কোথায়?
উ: বঙ্গদেশের দমদমে এবং ব্যারাকপুরে।
প্রশ্ন: সিপাহী বিপ্লবের পর কত সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসনসংক্রান্ত এক নতুন আইন পাস হয়?
উ: ১৮৫৮ সালে।
প্রশ্ন: কত সালে উপমহাদেশে কোম্পানির শাসনের অবসান ঘটে?
উ: ১৮৫৮ সালে।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহ সমর্থন করায় কোন মুঘল সম্রাট ক্ষমতাচ্যুত হন?
উ: দ্বিতীয় বাহাদুর শাহ্।
প্রশ্ন: উপমহাদেশের প্রধান শাসককে ব্রিটিশ সরকার কর্তৃক কী উপাধি দেওয়া হয়?
উ: ভাইসরয়।
প্রশ্ন: ১৮৫৭ সালে মে মাসে অশ্বারোহী ও পদাতিক সৈন্যরা কোথায় বিদ্রোহ করে?
উ: মিরাটে।
প্রশ্ন: কোন রাইফেল ব্যবহারের কারণে সিপাহীদের মর্মে অসন্তোষ দেখা দেয়।
উ: এনফিল্ড রাইফেল।
প্রশ্ন: সিপাহী বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উ: ১৮৫৭ সালে।
নীল বিদ্রোহ
প্রশ্ন: নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে?
উ: ১৮৬০ সালে।
প্রশ্ন: নীল চাষীরা বিদ্রোহের জন্য কী গঠন করেছিল?
উ: লাঠিয়াল এবং ধরকন্দাজ বাহিনী।
প্রশ্ন: নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে?
উ: ১৮৫৯-৬০ সালে।
প্রশ্ন: নীল চাষে কাদের বিশেষ কোন দায়িত্ব ছিল না?
উ: নীলকর সাহেবদের।
প্রশ্ন: নীলকরদের অত্যাচারের কাহিনী অবলম্বনে 'নীল দর্পণ' নাটক কে রচনা করেন?
উ: দীনবন্ধু মিত্র।
প্রশ্ন: নীল বিদ্রোহ ছিল-
উ: চাষীদের নীল চাষের বিরুদ্ধে ইংরেজ বণিকদের বিদ্রোহ।
প্রশ্ন: ইংল্যান্ডে শিল্প বিপ্লব কোন শতকে সংঘটিত হয়?
উ: আঠারো শতকের শেষের দিকে।
প্রশ্ন: বাংলায় কত বছর পর্যন্ত নীল চাষ অব্যাহত থাকে?
উ: প্রায় ১০০ বছর।
বাংলায় ধর্মীয় এবং সামাজিক সংস্কার
রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩)
প্রশ্ন: ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উ: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: রাজা রামমোহন রায়ের অমর কীর্তি কী?
উ: ব্রাহ্মধর্ম ও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা।
প্রশ্ন: রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন?
উ: দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় আকবর (১৮৩০ সালে)।
প্রশ্ন: কোন বাঙালি সতীদাহ বা সহমরণ প্রথা রহিত করার জন্য আন্দোলন করেন?
উ: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: তিনি কিসের ভিত্তিতে হিন্দুধর্ম ও হিন্দু সার্জকে গড়ে তুলতে চেয়েছিলেন?
উ: একেশ্বরবাদ।
প্রশ্ন: আত্মীয়সভা নামে এক ধর্ম আলোচনা সভা প্রতিষ্ঠা করেন কে?
উ: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: এদেশে ইংরেজি শিক্ষা প্রবর্তনের অগ্রদূত ছিলেন কে?
উ: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: রাজা রামমোহন রায় কোন ক্ষেত্রে অবদান রাখেন?
উ: শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কার ও সামাজিক সংস্কার।
প্রশ্ন: রামমোহন রায় কত সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন?
উ: ১৮২৮ সালে।
প্রশ্ন: রামমোহন রায়কে 'রাজা' উপাধিতে অলংকৃত করেন কে?
উ: দ্বিতীয় আকবর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-৯১ সাল)
প্রশ্ন: কে হিন্দু বিধবা বিবাহ প্রথা প্রচলন করেন?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উ: মেদিনীপুর।
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন কবে?
উ: ১৮৫১ সালে।
প্রশ্ন: কার তত্ত্বাবধানে বাংলায় প্রথম বিধবা বিবাহ প্রচলিত হয়?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: কত সালে হিন্দুসমাজে বিধবা বিবাহ প্রথা আইনসম্মত হয়?
উ: ১৮৫৬ সালে।
প্রশ্ন: কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়?
উ: হিন্দু কলেজকে।
প্রশ্ন: কে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা রহিত করার জন্য জোর আন্দোলন করেন?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮৫৬ সালে)।
প্রশ্ন: বিদ্যাসাগর কোন কলেজের হেড পণ্ডিত ছিলেন?
উ: ফোর্ট উইলিয়াম কলেজ (১৮৪৯ সালের নিযুক্ত হন)।
হাজী মুহম্মদ মুহসীন (১৭৩০-১৮৩২ সাল)
প্রশ্ন: কে মুসলমানদের শিক্ষার জন্য সর্বস্ব উইল করে যান?
উ: হাজী মুহম্মদ মুহসীন।
প্রশ্ন: মুহসীনের মৃত্যুর পর কে তার সম্পত্তির ভার গ্রহণ করে?
উ: ইংরেজ সরকার।
প্রশ্ন: হুগলিতে অবস্থিত সুপ্রসিদ্ধ ইমামবাড়া কে তৈরি করেন?
উ: হাজী মুহম্মদ মুহসীন।
নওয়াব আবদুল লতিফ (১৮২৮-১৮৯৩ সাল)
প্রশ্ন: মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
উ: সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন।
প্রশ্ন: 'মুসলিম সাহিত্য সমাজ' এর প্রতিষ্ঠাতা কে?
উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৮৬৩ সালে।
প্রশ্ন: কে কলকাতা মাদ্রাসায় এ্যাংলো ফার্সিয়ান বিভাগ খোলেন?
উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: নওয়াব আবদুল লতিফ বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উ:বর্তমান শরীয়তপুর।
প্রশ্ন: 'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?
উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: তিনি ১৮৪৮ সালে কোথায় ইংরেজি ও আরবির অধ্যাপক হিসেবে যোগ দেন?
উ: কলকাতা মাদ্রাসায়।
প্রশ্ন: কত সালে 'মোহামেডান লিটারেরি সোসাইটি' প্রতিষ্ঠিত হয়?
উ: ১৮৬৩ সালে।
প্রশ্ন: কার প্রচেষ্টায় মুহসীন তহবিলের অর্থ মুসলমান ছাত্রদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হয়?
উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: মুসলমানদের মধ্যে প্রথম আইন পরিষদের সদস্য মনোনীত হন কে?
উ: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: ১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম কী?
উ: দৈনিক আজাদ।
প্রশ্ন: মুসলমানদের পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয়?
উ: মর্লি-মিন্টো।
সৈয়দ আমীর আলী (১৮৪৯-১৯২৮)
প্রশ্ন: ভারত উপমহাদেশের কোন মনীষী প্রথম প্রিভি কাউন্সিল এর সদস্য হন?
উ: সৈয়দ আমীর আলী।
প্রশ্ন: 'দি স্পিরিট অব ইসলাম' এবং 'এ শর্ট হিস্টোরী অব দি সেরাসিনস' কার বিখ্যাত রচনা?
উ: সৈয়দ আমীর আলী।
প্রশ্ন: কলকাতার 'সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন'-এর প্রতিষ্ঠাতা কে?
উ: সৈয়দ আমীর আলী (১৮৭৭ সালে)।
স্যার সৈয়দ আহমদ খান
প্রশ্ন: আলীগড় আন্দোলনের প্রবক্তা কে?
উ: স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন: আহমদ খান কত সালে আলীগড় 'এ্যাংলো ওরিয়েন্টাল কলেজ' প্রতিষ্ঠা করেন?
উ: ১৮৭৭ সালে।
প্রশ্ন: ১৮৫৭ সালে বিপ্লবকালে কে ইংরেজ সরকারের একজন কর্মচারী ছিলেন?
উ: স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন: আহমদ খান কত সালে আলীগড় 'মোহামেডান এডুকেশন কনফারেন্স' নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন?
উ: ১৮৮৬ সালে।
প্রশ্ন: মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার অনুগামী করার জন্য কে বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠা করেন?
উ: স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন: কলকাতা হাইকোটের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
উ: সৈয়দ মাহমুদ।