No Internet Connection !

স্থাপত্য ও ভাস্কর্য


জাতীয় স্মৃতিসৌধ
মুজিবনগর স্মৃতিসৌধ
কেন্দ্রীয় শহীদ মিনার
বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা
তিন নেতার স্মৃতিসৌধ
স্বোপার্জিত স্বাধীনতা
অপরাজেয় বাংলা
মোদের গরব
জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স
বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স
জাগ্রত চৌরঙ্গী
বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
অমর একুশে
শাবাশ বাংলাদেশ
জয় বাংলা, জয় তারুণ্য
গোল্ডেন জুবিলি টাওয়ার
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ
রাজারবাগ শহীদ স্মৃতিসৌধ
স্বাধীনতা সংগ্রাম
মুক্তবাংলা
সংশপ্তক

জাতীয় স্মৃতিসৌধ


প্রশ্ন: 'জাতীয় স্মৃতিসৌধের' ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কত সালে? উ: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
প্রশ্ন: 'জাতীয় স্মৃতিসৌধের' ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে? উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে কয়টি গণ কবর রয়েছে? উ: ১০টি।
প্রশ্ন: স্বাধীনতা আন্দোলনের ৭টি পর্যায় কী কী? উ: ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচন, ৫৮ এর সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন, ৬২ এর শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান ও ৭১ এর মুক্তিযুদ্ধ।
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? প্রশ্ন ৪৬.৫ মিটার বা ১৫০ ফুট।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের ৭টি ফলক হওয়ার কারণ কী? উ: স্বাধীনতা আন্দোলনের সাতটি পর্যায়ের নিদর্শনস্বরূপ।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধ কত জায়গার উপর প্রতিষ্ঠিত? উ: ১০৯ একর।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উ: মঈনুল হোসেন।
প্রশ্ন: 'জাতীয় স্মৃতিসৌধ' কে উদ্বোধন করেন? উ: হুসেইন মুহম্মদ এরশাদ।
প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধ' কবে উদ্বোধন করা হয়? উ: ১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে।
প্রশ্ন: 'জাতীয় স্মৃতিসৌধ'কে কী বলা হয়? উ: একটি সম্মিলিত প্রয়াস।
প্রশ্ন: 'জাতীয় স্মৃতিসৌধ' কোথায় অবস্থিত? উ: ঢাকার সাভারে।

মুজিবনগর স্মৃতিসৌধ


প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? উ: তানভীর কবির।
প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধের স্তম্ভ কতটি? উ: ২৩টি।
প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উ: মেহেরপুর জেলার মুজিবনগরে।
প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধ কী উদ্দেশ্যে নির্মিত হয়? উ: ১৯৭১ সালে ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের স্মৃতির উদ্দেশ্যে।

কেন্দ্রীয় শহীদ মিনার


প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? উ: ঢাকা মেডিকেল কলেজ গেইটের সামনে।
প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উন্মোচন করা হয় কবে? উ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২।
প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উ: হামিদুর রহমান।
প্রশ্ন: কে কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উম্মোচন করেন? উ: শহীদ শফিউরের পিতা।
প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয় কী উদ্দেশ্যে? উ: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে।

বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা


প্রশ্ন: বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা কোথায় অবস্থিত? উ: গুলিস্তানে।
প্রশ্ন: বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা উদ্বোধন করা হয় কবে? উ: ৪ মার্চ, ২০০০।
প্রশ্ন: বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারার স্থপতি কে? উ: সিরাজুল ইসলাম।
প্রশ্ন: বঙ্গবন্ধু মনুমেন্টে সাতটি পাপড়ি কিসের স্মৃতি বহন করেছে? উ: ৭ জন বীরশ্রেষ্ঠের স্মৃতি।
প্রশ্ন: বঙ্গবন্ধু মনুমেন্টের উচ্চতা কত? উ: ১১ মিটার।
প্রশ্ন: বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারার নকশা কে করেন? উ: সিরাজুল ইসলাম ও মঈনুল ইসলাম।
প্রশ্ন: বঙ্গবন্ধু মনুমেন্টে কয়টি পাপড়ি রয়েছে? উ: ৭টি পাপড়ি।

তিন নেতার স্মৃতিসৌধ


প্রশ্ন: তিন নেতার স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উ: কার্জন হল সংলগ্ন দোয়েল চত্বরের পাশে।
প্রশ্ন: তিন নেতার স্মৃতিসৌধে শায়িত তিন নেতা কে কে? উ: শেরে বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দীন।
প্রশ্ন: তিন নেতার স্মৃতিসৌধের স্থপতি কে? উ: মাসুদ আহমেদ।

স্বোপার্জিত স্বাধীনতা


প্রশ্ন: স্বোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত? উ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে।
প্রশ্ন: স্বোপার্জিত স্বাধীনতা' এর স্থপতি কে? উ: শামীম শিকদার।

অপরাজেয় বাংলা


প্রশ্ন: অপরাজেয় বাংলার স্থপতি কে? উ: সৈয়দ আবদুল্লাহ খালেদ।
প্রশ্ন: অপরাজেয় বাংলার উদ্বোধন করা হয় কবে? উ: ১৬ ডিসেম্বর, ১৯৭৯।
প্রশ্ন: অপরাজেয় বাংলার ভাস্কর্যটির বিশেষত্ব কী? উ: কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম ভাস্কর্য।
প্রশ্ন: অপরাজেয় বাংলার উদ্বোধন করেন কে? উ: অজ্ঞাত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
প্রশ্ন: অপরাজেয় বাংলা কীসের প্রতীক? উ: 'কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার নারী ও পুরুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ও বিজয়ের।
প্রশ্ন: অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? উ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে।

মোদের গরব


প্রশ্ন: 'মোদের গরব' এর অবস্থান কোথায়? উ: বাংলা একাডেমী চত্বর।
প্রশ্ন: মোদের গরব ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু হয় কবে? উ: ১৩ নভেম্বর ২০০৬।
প্রশ্ন: মোদের গরব ভাস্কর্যের মডেল কারা? উ: ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার ও সফিউর।
প্রশ্ন: মোদের গরব ভাস্কর কে? উ: অখিল পাল।
প্রশ্ন: মোদের গরব ভাস্কর্যের উদ্বোধন করা হয় কবে? উ: ১ ফেব্রুয়ারি, ২০০৭।

জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স


প্রশ্ন: জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স কোথায় অবস্থিত? উ: শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে জিয়া উদ্যানে ৮৪ একর জায়গার ওপর।
প্রশ্ন: জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স-এর আয়তন কত একর? উ: ৭৪ একর।
প্রশ্ন: জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স স্থপতি কে? উ: মাসুদুর রহমান খান।
প্রশ্ন: জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স উদ্বোধন করা হয় কবে? উ: ৭ নভেম্বর, ২০০৪।
প্রশ্ন: জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স উদ্বোধন করেন কে? উ: তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ।
প্রশ্ন: জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয় কবে? উ: ২০০২ সালের ডিসেম্বরে।

বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স


প্রশ্ন: 'বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স' এর অবস্থান কোথায়? উ: পায়রাবন্ধ, রংপুর।
প্রশ্ন: বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন করেন কে? উ: তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রশ্ন: বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স অবকাঠামো কী কী? উ: লাইব্রেরি, মিলনায়তন ও গবেষণা কেন্দ্র।
প্রশ্ন: বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন করা হয় কবে? উ: ১ জুলাই, ২০০১।
প্রশ্ন: বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? উ: জুন, ১৯৯৭।

জাগ্রত চৌরঙ্গী


প্রশ্ন: জাগ্রত চৌরঙ্গী নির্মিত হয় কবে? উ: ১৯৭৩ সালে।
প্রশ্ন: জাগ্রত চৌরঙ্গীর অবস্থান কোথায়? উ: জয়দেবপুর চৌরাস্তার সড়কদ্বীপে, গাজীপুর।
প্রশ্ন: জাগ্রত চৌরঙ্গীর নির্মাণ বৈশিষ্ট্য কী? উ: গ্রামীণ পোশাক পরা উদোম গায়ে পেশিবহুল ও ভাস্কর্যের ডান হাতে গ্রেনেড আর বাম হাতে রাইফেল।
প্রশ্ন: জাগ্রত চৌরঙ্গীর ভাস্কর কে? উ: আব্দুর রাজ্জাক।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধ


প্রশ্ন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? উ: ২২ ডিসেম্বর, ১৯৭২।
প্রশ্ন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? উ: মোস্তফা হারুন কুদ্দুস হিলি।
প্রশ্ন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্বোধন করেন কে? উ: তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
প্রশ্ন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্বোধন করা হয় কবে? উ: ১৪ ডিসেম্বর, ১৯৮৬।
প্রশ্ন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবস্থান কোথায়? উ: মিরপুর, ঢাকা।

অমর একুশে


প্রশ্ন: অমর একুশের ভাস্কর কে? উ: শিল্পী জাহানারা পারভীন।
প্রশ্ন: অমর একুশের অবস্থান কোথায়? উ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

শাবাশ বাংলাদেশ


প্রশ্ন: শাবাশ বাংলাদেশের ভাস্কর কে? উ: নিতুন কুণ্ডু।
প্রশ্ন: শাবাশ বাংলাদেশের উদ্বোধন করা হয় কবে? উ: ১০ ফেব্রুয়ারি, ১৯৯২।
প্রশ্ন: শাবাশ বাংলাদেশের উদ্বোধন করেন কে? উ: শহীদ জননী জাহানারা ইমাম।
প্রশ্ন: শাবাশ বাংলাদেশের অবস্থান কোথায়? উ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুদ্ধ চত্বরে প্রধান ফটকের বাঁয়ে মুক্তাঙ্গনের উত্তর পাশে।

জয় বাংলা, জয় তারুণ্য


প্রশ্ন: জয় বাংলা জয় তারুণ্য-এর স্থপতি কে? উ: আলাউদ্দীন বুলবুল।
প্রশ্ন: জয় বাংলা জয় তারুণ্য-এর উদ্বোধক কে? উ: শহীদ জননী জাহানারা ইমাম।
প্রশ্ন: জয় বাংলা জয় তারুণ্য-এর উদ্বোধন করা হয় কবে? উ: ২২ ফেব্রুয়ারি ১৯৯৩।
প্রশ্ন: জয় বাংলা জয় তারুণ্য-এর অবস্থান কোথায়? উ: ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল সংলগ্ন বদ্বীপ।

গোল্ডেন জুবিলি টাওয়ার


প্রশ্ন: গোল্ডেন জুবিলি টাওয়ার-এর উচ্চতা কত? উ: ৫০ ফুট।
প্রশ্ন: গোল্ডেন জুবিলি টাওয়ার-এর অবস্থান কোথায়? উ: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
প্রশ্ন: গোল্ডেন জুবিলি টাওয়ার উদ্বোধন করেন কে? উ: তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
প্রশ্ন: গোল্ডেন জুবিলি টাওয়ার উদ্বোধন করা হয় কবে? উ: ২১ ডিসেম্বর, ২০০৩।
প্রশ্ন: গোল্ডেন জুবিলি টাওয়ার-এর স্থপতি কে? উ: মৃণাল হক।

রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ


প্রশ্ন: রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের অবস্থান কোথায়? উ: ধানমণ্ডি আবাহনীর মাঠের পশ্চিমে রায়ের বাজার সংলগ্ন ইটখোলায়।
প্রশ্ন: রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? উ: বেগম খালেদা জিয়া।

রাজারবাগ শহীদ স্মৃতিসৌধ


প্রশ্ন: রাজারবাগ শহীদ স্মৃতিসৌধ উদ্বোধন করা হয় কবে? উ: ২৬ মার্চ ১৯৯০।
প্রশ্ন: রাজারবাগ শহীদ স্মৃতিসৌধ এর স্থপতি কে? উ: মোস্তফা হারুন কুদ্দুস হিলি।
প্রশ্ন: রাজারবাগ শহীদ স্মৃতিসৌধ-এর অবস্থান? উ: রাজারবাগ, ঢাকা।
প্রশ্ন: রাজারবাগ শহীদ স্মৃতিসৌধ উদ্বোধন করেন কে ? উ: তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

স্বাধীনতা সংগ্রাম


প্রশ্ন: স্বাধীনতার সংগ্রাম এর ভাস্কর কে? উ: শামীম সিকদার।
প্রশ্ন: স্বাধীনতার সংগ্রাম উদ্বোধন করা হয় কবে? উ: ৭ মার্চ ১৯৯৯।
প্রশ্ন: স্বাধীনতার সংগ্রাম-এর অবস্থান কোথায়? উ: ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মুক্তবাংলা


প্রশ্ন: মুক্তবাংলার ভাস্কর কে? উ: রশীদ আহমদ।
প্রশ্ন: মুক্তবাংলার আয়তন কত ফুট? উ: ৪০ ফুট।
প্রশ্ন: মুক্তবাংলা-এর অবস্থান কোথায়? উ: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশ্ন: মুক্তবাংলা উদ্বোধন করা হয় কবে? উ: ১৬ ডিসেম্বর, ১৯৯৬।

সংশপ্তক


প্রশ্ন: সংশপ্তকের ভাস্কর কে? উ: হামিদুজ্জামান খান।
প্রশ্ন: সংশপ্তকের অবস্থান কোথায়? উ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে।
top
Back
Home
Gsearch