No Internet Connection !

ইকোপার্ক

প্রশ্ন: ইকো পার্ক কি? উ: জীব বৈচিত্র্য সংরক্ষণ ও প্রাণিকুলের অভয়ারণ্য গড়ে তোলা বোটানিক্যাল গার্ডেন এবং চিত্ত বিনোদনের জন্য নির্মিত পার্ক হচ্ছে ইকো পার্ক।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম 'ইকো পার্ক' কোথায় অবস্থিত? উ: সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে।
প্রশ্ন: দেশের প্রথম ইকোপার্ক এর আয়তন কত? উ: ১,৯৯৬ একর।
প্রশ্ন: প্রথম 'ইকো পার্ক' উদ্বোধন করা হয় কবে? উ: ১৭ জানুয়ারি, ২০০১ (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।
প্রশ্ন: এশিয়া মহাদেশের বৃহত্তম ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? উ: বাংলাদেশের সীতাকুণ্ডে।
প্রশ্ন: দেশের দ্বিতীয় ইকোপার্কটির নাম কী? উ: মাধবকুণ্ড মুরাইছড়া ইকোপার্ক।
প্রশ্ন: মাধবকুণ্ড মুরাইছড়া ইকোপার্ক কোথায় অবস্থিত? উ: মৌলভীবাজার জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের শীতল পানির ঝরণা কোথায় অবস্থিত? উ: কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র জলপ্রপাত কোনটি? উ: মাধবকুণ্ড জলপ্রপাত।
প্রশ্ন: সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড় কী নামে পরিচিত? উ: গরম পানির ঝরণা হিসেবে।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল কোথায়? উ: বড়লেখা থানার পাথরিয়া পাহাড় থেকে।
প্রশ্ন: মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? উ: মৌলভীবাজার জেলার বড়লেখায়।
প্রশ্ন: 'চলনবিল' কোথায় অবস্থিত? উ: পবনা ও নাটোর জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ বিল কোনটি? উ: চলনবিল।
প্রশ্ন: চলনবিলের মধ্যদিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? উ: আত্রাই।
প্রশ্ন: 'তামাবিল' কোথায় অবস্থিত? উ: সিলেটে।
প্রশ্ন: বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস কী? উ: চলনবিল।
প্রশ্ন: বাংলাদেশের 'পশ্চিমা বাহিনীর নদী' বলা হয় কোন বিলকে? উ: ডাকাতিয়া বিলকে।
প্রশ্ন: ভবদহ বিল কোথায় অবস্থিত? উ: যশোরে।
অশ্ন: 'বিল ডাকাতিয়া' কোথায় অবস্থিত? উ: খুলনা জেলার ডুমুরিয়া থানায়।
প্রশ্ন: আড়িয়াল বিল কোথায় অবস্থিত? উ: মুন্সিগঞ্জে।
প্রশ্ন: 'টাঙ্গুয়ার হাওড়' কোথায় অবস্থিত? উ: সুনামগঞ্জে।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় কোনটি? উ: টাঙ্গুয়ার হাওড় (বি:দ্র: টাঙ্গুয়ার না থাকলে হাকালুকি দিতে হবে)।
প্রশ্ন: 'হাকালুকি হাওড়' কোথায় অবস্থিত? উ: মৌলভীবাজার।
প্রশ্ন: হালদা ভ্যালি কোথায় অবস্থিত? উ: খাগড়াছড়ি।
প্রশ্ন: কাপ্তাই থেকে প্লাবিত রাঙামাটি বা পার্বত্য চট্টগ্রাম উপত্যকাকে কী বলা হয়? উ: ভেঙ্গী ভ্যালি।
প্রশ্ন: 'বলিশিরা ভ্যালি' কোথায় অবস্থিত? উ: মৌলভীবাজার জেলায়।
top
Back
Home
Gsearch