No Internet Connection !

উপজাতি


উপজাতিদের অবস্থান
উপজাতিদের পুরনো বছর বিদায় ও নতুন বছরকে বরণ উৎসব
বিভিন্ন উপজাতি ও তাদের দেবতাদের নাম
উপজাতীয় বিদ্রোহ

প্রশ্ন: উপজাতি কাকে বলে? উ: উপজাতি (উপ + জাতি) এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি নিজস্ব ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতি এবং ঐতিহ্য রয়েছে, যা মূল জাতিগোষ্ঠী থেকে আলাদা।
প্রশ্ন: বাংলাদেশের উপজাতি কয়টি? উ: বাংলাদেশের জাতীয় আদিবাসী নীতি ২০১৫ ও অন্যান্য সরকারি নথি অনুযায়ী, দেশে আনুমানিক ৫০-৫৪টি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে।
প্রশ্ন: উপজাতিরা সবচেয়ে বেশি বাস করে কোন জেলায়? উ: রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি।
প্রশ্ন: বাংলাদেশে মোট কতটি উপজাতি রয়েছে? উ: ৩১টি।
প্রশ্ন: কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম? উত্তর: ভিল।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি? উত্তর: চাকমা।
প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী? উত্তর: ফেবো (প্রকাশ ১৯ ফেব্রুয়ারি ২০০৪)।
প্রশ্ন: চাকমারা গ্রামকে কী বলে? উত্তর: আদাম।
প্রশ্ন: চাকমারা গ্রামের প্রধানকে কী বলে? উত্তর: কার্বারী।
প্রশ্ন: সাঁওতালী ভাষায় বিধবাকে কী বলা হয়? উত্তর: রান্ডি।
প্রশ্ন: সাঁওতালদের প্রধান উৎসব কী? উত্তর: সোহরাই উৎসব।
প্রশ্ন: জলকেলি কাদের উৎসব? উত্তর: রাখাইন।
প্রশ্ন: বর্তমানে দেশে বসবাসকারী উপজাতির সংখ্যা কত? উ: ১৪ লাখ (প্রায়)।
প্রশ্ন: বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ উপজাতি? উ: ১.০৮ ভাগ (প্রায়)।
প্রশ্ন:বাংলাদেশে কোন উপজাতির লোক সবচেয়ে বেশি বাস করে? উ: চাকমা।
প্রশ্ন: চাকমারা কোথায় বাস করে? উ: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়।
প্রশ্ন: চাকমারা কোন ধর্মাবলম্বী? উ: বৌদ্ধ।
প্রশ্ন: হাজংরা কোন ধর্মে বিশ্বাসী? উত্তর: হিন্দু।
প্রশ্ন: খিয়াংরা কোথা থেকে এসেছে? উত্তর: আরাকান-ইয়োমা উপত্যকা হতে এসেছে।
প্রশ্ন: খিয়াংদের প্রধান ধর্মীয় উৎসব কী? উত্তর: সাংলান।
প্রশ্ন: বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী কোনটি? উ: সাঁওতাল।
প্রশ্ন: বাংলাদেশে মাতৃতান্ত্রিক প্রধান উপজাতি কারা? উ: গারো, খাসিয়া ও সাঁওতাল।
প্রশ্ন: বাংলাদেশে পিতৃপ্রধান উপজাতি কারা? উ: মারমা ও হাজং।
প্রশ্ন: 'রাখাইন' উপজাতিরা কোন এলাকায় বাস করে? উ: পটুয়াখালী।
প্রশ্ন: কোন উপজাতিরা মুসলমান? উ: পাঙন উপজাতিরা।
প্রশ্ন: বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির? উ: মাওরী, মুর, পিগমী, নিগ্রো, জুলু, কুলু, কুর্দী, আফ্রিদি, টোডা, শেরপা, ককেশীয় প্রভৃতি।
প্রশ্ন: বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা কম? উ: খুমী ও চক উপজাতি।
প্রশ্ন: মুরংদের দেবতার নাম কি? উ: ওরেং।
প্রশ্ন: সাঁওতালরা কোন দেবতাকে শ্রদ্ধা করে? উ: সিং বোঙ্গা বা সূর্য, মারাং বুরু, ওরাক প্রভৃতি।
প্রশ্ন: মারমা উপজাতিরা কোথায় বাস করে? উ: কক্সবাজার।
প্রশ্ন: বণিকদের বিরুদ্ধে কোন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন? উ: জুম্মা খান।
প্রশ্ন: উপজাতীয় সাংস্কৃতিক একাডেমী বা বিরিশিরি কত সালে প্রতিষ্ঠিত হয়? উ: ১৬ আগস্ট, ১৯৭৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোনটি? উ: উপজাতীয় সাংস্কৃতিক একাডেমী (বিরিশিরি)।
প্রশ্ন: মুরংদের উৎসবের নাম কি? উ: মুৎসলোং।
প্রশ্ন: 'বৈসাবি' কি? উ: পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব। পুরাতন বর্ষকে বিদায় ও নতুন বর্ষকে স্বাগত জানানোর মধ্যে দিয়ে এটি পালিত হয়।
প্রশ্ন: 'রাখাইন' উপজাতিরা কোথা থেকে এদেশে এসেছে? উ: মায়ানমারের আরাকান থেকে।
প্রশ্ন: 'রাজবংশী' উপজাতিরা কোথায় বাস করে? উ: রংপুর।
প্রশ্ন: বাংলাদেশে উপজাতীয়দের জন্য কয়টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে? উ: তিনটি। যথা: (১) উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি বিরিশিরি (নেত্রকোনা) (২) ট্রাইবাল কালচারাল ইনষ্টিটিউট (রাঙামাটি) (৩) ট্রাইবাল কালচার একাডেমী (দিনাজপুর)।
প্রশ্ন:আদিবাসী ও উপজাতিদের জীবনধারা নিয়ে কে সর্বাধিক বই লিখেন? উ: আবদুস সাত্তার (অরণ্য জনপদে, অরণ্য সংস্কৃতি)।
প্রশ্ন: ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? উ: ১৯৭৮ সালে।
প্রশ্ন: উপজাতীয় বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে কি বলে? উ: বৈসাবি (বৈসুক, সাংগ্রাই ও বিঝু'র সংক্ষিপ্ত রূপ)।
প্রশ্ন: ত্রিপুরাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে? উ: বৈসুক।
প্রশ্ন: চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? উ: বিঝু।
প্রশ্ন: রাখাইনদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? উ: সান্দ্রে।
প্রশ্ন: গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি? উ: ওয়ানগালা।
প্রশ্ন: মারমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে? উ: সাংগ্রাই।
প্রশ্ন: শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা কে? উ: মানবেন্দ্র নারায়ণ লারমা।
প্রশ্ন: দেশের একমাত্র আদিবাসী বা উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে? উ: ইউ কে চীং।

উপজাতিদের অবস্থান

উপজাতি অবস্থান
রাখাইন পটুয়াখালী জেলায়।
মারমা বান্দরবান, কক্সবাজার ও পটুয়াখালী জেলায়।
সাঁওতাল রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর জেলায়।
ত্রিপুরা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলায়।
চাকমা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়।
খাসিয়া সিলেট জেলার সীমান্তবর্তী জৈয়ন্তিকা পাহাড়ে।
মণিপুরী সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার আসাম-পাহাড় অঞ্চলে।
পাংখো বান্দরবান জেলায়।
মুরং বান্দরবান জেলায়।
ওঁরাও বগুড়া ও রংপুর জেলায়।
বনজোগী বান্দরবানের গহীন অরণ্যে।
মগ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলায়।
বাওয়ালী সুন্দরবন।
চক বান্দরবান জেলার লামা থানায়।
মৌয়ালী সুন্দরবন।
কুকি রাঙামাটি জেলায়।
হাদুই নেত্রকোনা জেলার শ্রীবর্দী ও বিরিশিরি অঞ্চলে।
খ্যাং রাঙামাটি জেলার কাপ্তাই ও রাজস্থলীতে বাস করে।
গারো ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোনা জেলায়।
বম বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি
ভূঁইমালী জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
মুসহর হবিগঞ্জ
বর্মণ টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ
খিয়াং বান্দরবান
চাক বান্দরবান
ওরাওঁ রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ
ম্রো বান্দরবান
ভূমিজ সিলেট, মৌলভীবাজার
কোচ শেরপুর
শবর মৌলভীবাজার
খুমি বান্দরবান
মুন্ডা সিলেট
কন্দ মৌলভীবাজার
রাঁজোয়াড় জয়পুরহাট
রাজবংশী রংপুর জেলায়।
খুমী বান্দরবান জেলার লামা, রুমা ও থানচি থানায়।
হাজং ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়।
লুসাই পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙামাটিতে।
তিনচংগা রাঙামাটি জেলায়।
হদি নেত্রকোনা জেলার শ্রীবর্দী ও বারহাট্টায়।
পাত্র সিলেট
মুরং বান্দরবান।

উপজাতিদের পুরনো বছর বিদায় ও নতুন বছরকে বরণ উৎসব

উপজাতি উৎসবের নাম
রাখাইন সান্দ্রে
মুরং ছিয়াছত
খিয়াং সাংলান
ত্রিপুরা বৈসুক
মারমা সাংগ্রাই
চাকমা বিঝু
গারো ওয়ানগালা
খিয়াং হেনেই
সাঁওতাল, ওরাওঁ সাহরাই
খিয়াং সাংলান

বিভিন্ন উপজাতি ও তাদের দেবতাদের নাম

উপজাতি দেবতাদের নাম
সাঁওতাল সিং বোঙ্গা বা সূর্য, মারাং বুরু, ওরাক মোরেইকো
টিপরা হিন্দুদের কিছু কিছু দেবতা
মুরং ওরেং, থুরাং, সুংতিয়াং
হাজং হিন্দুদের প্রায় সব দেবদেবী
খাসিয়া উব্লাউ নাংমউ উব্লাউ মতং, উব্লাউ সাংসপাহ, উরিং কেউ, কায়িহ
উপজাতীয় বিদ্রোহ
উপজাতি সময়কাল
চাকমা বা কার্পাস বিদ্রোহ ১৭৭৬-৮৭
হাজং বিদ্রোহ ১৮৪৪-৯০
সাঁওতাল বিদ্রোহ ১৮৫৫-৫৬
গারো জাগরণ ও বিদ্রোহ (ময়মনসিংহ) ১৮২৫-২৭, ১৮৩২-৩৩, ১৮৩৭-৮২
ত্রিপুরা বিদ্রোহ ১৮৪৪-৯০
top
Back
Home
Gsearch