No Internet Connection !

টেলিযোগাযোগ

প্রশ্ন: বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিফোন সংস্থার নাম কী? উ: বাংলাদেশ রুরাল টেলিকম অথরিটি (BRTA)।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলেক্স এক্সচেঞ্জ স্থাপিত হয় কবে? উত্তর: ১৯৮১ সালে।
প্রশ্ন: বিটিআরসি এর পুরো নাম কি? উ: বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন।
প্রশ্ন: স্বয়ংক্রিয় ডিজিটাল আন্তর্জাতিক ট্রাঙ্ক এক্সচেঞ্জ (আইটিএক্স) কবে কোথায় স্থাপিত হয়? উত্তর: ১৯৮৩ সালে, ঢাকায়।
প্রশ্ন: বাংলাদেশে কবে থেকে 'কার্ড ফোন' ব্যবস্থা চালু হয়? উ: ৩ সেপ্টেম্বর, ১৯৯২ সালে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সেলুলার টেলিফোন কোনটি? উ: সিটিসেল।
প্রশ্ন: দেশের সকল ডিজিটাল ফোনে এনডব্লিউডি সুবিধা চালু হয় কবে? উত্তর: ৯ ফেব্রুয়ারি ২০০৪।
প্রশ্ন: দেশের সর্বশেষ সেলুলার টেলিফোন কোনটি? উ: এয়ারটেল (২০ ডিসেম্বর ২০১০)।
প্রশ্ন: বাংলাদেশে বর্তমান কতটি সেলুলার টেলিফোন কোম্পানি রয়েছে? উ: ৪টি।
প্রশ্ন: বাংলাদেশের কোন উপজেলায় প্রথম ডিজিটাল একচেঞ্জ প্রতিষ্ঠা করা হয়? উ: রংপুরের মিঠাপুকুর।
প্রশ্ন: 'টেলেক্স' যন্ত্রের মাধ্যমে কী করা হয়? উ: লেখা আদান প্রদান করা হয়?
প্রশ্ন: 'ফ্যাক্স' যন্ত্রের মাধ্যমে কী কাজ করা যায়। উ: কথা, লেখা ও ছবি আদান-প্রদান করা যায়।
প্রশ্ন: বাংলাদেশে টেলিগ্রাফ ও টেলিফোন (টিএন্ডটি) বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? উ: ঢাকায়।
প্রশ্ন: বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন (টিএন্ডটি) বোর্ড কয়টি অঞ্চলে বিভক্ত? উ: ৪টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা।)
প্রশ্ন: একমাত্র সরকারি মোবাইল অপারেটরের নাম কি? উত্তর: টেলিটক বাংলাদেশ লিমিটেড।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? উ: ৪ জানুয়ারি, ১৯৯০ সালে।
প্রশ্ন: বাংলাদেশে 'সেলুলার টেলিফোন' ব্যবস্থা চালু হয় কবে? উ: ৮ আগস্ট, ১৯৯৩ সালে।
প্রশ্ন: বিটিবির মোবাইল ফোন উদ্বোধন করা হয় কবে? উ: ২৮ ডিসেম্বর, ২০০৪ সালে।
প্রশ্ন: 'ভি-স্যাট' কী? উ: বহির্বিশ্বের সাথে ডাটা আদান-প্রদানের মাধ্যম।
প্রশ্ন: দেশের ষষ্ঠ মোবাইল অপারেটর 'এয়ারটেল' কবে 'রবি'র সাথে একীভূত হয়। উত্তর: ১৬ নভেম্বর ২০১৬।
প্রশ্ন: বর্তমানে দেশে মোবাইল অপারেটর কতটি? উত্তর: ৪টি (এর মধ্যে সরকারি ১টি)।

মোবাইল কোম্পানিসমূহ

মোবাইল কোম্পানি যাত্রা শুরু শ্লোগান
গ্রামীণফোন ২৬ মার্চ, ১৯৯৭ চলো বহুদূর
রবি ১৫ নভেম্বর, ১৯৯৭ জ্বলে উঠুন আপন শক্তিতে
বাংলালিংক ১০ ফেব্রুয়ারি, ২০০৫ নতুন কিছু করো
টেলিটক ৩১ মার্চ, ২০০৬ আমাদের ফোন
top
Back
Home
Gsearch