প্রশ্ন: পৌরসভা সাধারণত কত শ্রেণির হয়?
উ: ৩ শ্রেণির (ক, খ ও গ)।
প্রশ্ন: পৌরসভা কাদের নিয়ে গঠিত হয়?
উ: মেয়র, নির্বাচিত কাউন্সিলর ও নারী কাউন্সিলদের নিয়ে।
প্রশ্ন: পৌরসভার শ্রেণি নির্ধারণ করা হয় কীভাবে?
উ: যেসব পৌরসভা মোট ধার্য করের ৭৫ ভাগ আদায় করতে সক্ষম হয় এবং বার্ষিক নিজস্ব আয় ১ কোটি টাকার উপরে থাকে সেগুলোকে 'ক' শ্রেণির পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। এরপর পর্যাক্রমে ৬০ লাভ টাকা আয় হলে 'খ' শ্রেণি এবং ২০ লাখ টাকা আয় হলে তাকে 'গ' শ্রেণির পৌরসভা বলা হয়।
প্রশ্ন: সর্বপ্রথম পৌর প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে আইন পাস হয় কবে?
উ: ১৮৪২ সালে।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে পৌরসভা অধ্যাদেশ জারি হয় কবে?
উ: ১৯৭৭ সালে।
প্রশ্ন: ব্রিটিশ আমলে পৌরসভা আইন পাস হয় কবে?
উ: ১৮৫০ সালে।
প্রশ্ন: পৌর পুলিশবাহিনী গঠন করা হয় কবে?
উ: ১৬ অক্টোবর ২০১১।
প্রশ্ন: ঢাকা পৌরসভা গঠিত হয় কত সালে?
উ: ১৮৬৪ সালে।
প্রশ্ন: শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কি?
উ: পৌরসভা ও সিটি কর্পোরেশন।