No Internet Connection !

বিল, লেক, হাওর, জলপ্রপাত

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র গরম পানির ঝরনা কোথায় অবস্থিত? উত্তর: চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় শীতল পানির ঝরনা অবস্থিত? উত্তর: কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত কোনটি? উত্তর: মাধবকুণ্ড জলপ্রপাত (বড়লেখা, মৌলভীবাজার)।
প্রশ্ন: দেশের ক্ষুদ্রতম বাঁওড়ের নাম কী? উত্তর: সারজাত; ৪ হেক্টর (কালিগঞ্জ, ঝিনাইদহ)।
প্রশ্ন: দেশের বৃহত্তম বাঁওড়ের নাম কী? উত্তর: পোরাপারা; ৭৩ হেক্টর (মহেশপুর, ঝিনাইদহ)।
প্রশ্ন: টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? উত্তর: সুনামগঞ্জ।
প্রশ্ন: হাকালুকি হাওর কোথায় অবস্থিত? উত্তর: সিলেট জেলায়।
প্রশ্ন: দেশের বৃহত্তম হাওরের নাম কী? উত্তর: হাকালুকি হাওর।
প্রশ্ন: কীভাবে হাওরের উৎপত্তি হয়? উত্তর: ভূ-গাঠনিক প্রক্রিয়ার মাধ্যমে।
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ কোনটি? উত্তর: বগা লেক বা বগা হ্রদ।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: কাপ্তাই হ্রদে।
প্রশ্ন: দেশের বৃহত্তম কৃত্রিম লেক বা হ্রদ কোনটি? উত্তর: কাপ্তাই লেক বা হ্রদ।
প্রশ্ন: ফয়'স লেক কবে নির্মিত হয়? উত্তর: ১৯২৪ সালে।
প্রশ্ন: ফয়'স লেক কে তৈরি করেন? উত্তর: মি. এমহ নামক একজন ব্রিটিশ প্রকৌশলী।
প্রশ্ন: যশোর জেলার উল্লেখযোগ্য বিল কী কী? উত্তর: ভবদহ, জলেশ্বর, বিল বকর, হরিণা, অরল, ইছামতি, বিল কেদারিয়া, বিল খুকশিয়া ও বিল পাজিয়া পাত্রা।
প্রশ্ন: আড়িয়াল বিল কোথায় অবস্থিত? উত্তর: মুন্সিগঞ্জ।
প্রশ্ন: বাংলাদেশে 'পশ্চিমা বাহিনীর নদী' বলা হয় কোন বিলকে? উত্তর: ডাকাতিয়া বিলকে (ডুমুরিয়া, খুলনা)।
প্রশ্ন: চলন বিলের আয়তন কত? উত্তর: ৩৬৮ বর্গ কিমি।
প্রশ্ন: বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস কোনটি? উত্তর: চলন বিল।
প্রশ্ন: 'চলন বিল' কোন কোন জেলায় বিস্তৃত? উত্তর: পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কী? উত্তর: চলন বিল।
প্রশ্ন: বিল কীভাবে সৃষ্টি হয়? উত্তর: নদীপ্রবাহ পরিবর্তনের মাধ্যমে নদীর অংশবিশেষ থেকে।
প্রশ্ন: সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত? উত্তর: চট্টগ্রাম।
প্রশ্ন: হালদা ভ্যালি কোথায় অবস্থিত? উত্তর: খাগড়াছড়ি।
প্রশ্ন: 'বালিশিরা ভ্যালি' কোথায় অবস্থিত? উত্তর: শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
প্রশ্ন: কাপ্তাই লেকে পার্বত্য রাঙামাটির উপত্যকাকে কী বলা হয়? উত্তর: ভেঙ্গি ভ্যালি।
প্রশ্ন: সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয়ী প্রথম বাংলাদেশি কে? উত্তর: ওয়াসফিয়া নাজরীন (ফেনী)।
প্রশ্ন: বাংলাদেশের কোন ব্যক্তি দুবার (দুই পথে) এভারেস্ট জয় করেন? উত্তর: এমএ (মোহাম্মদ আবদুল) মুহিত।
প্রশ্ন: এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী কে? উত্তর: নিশাত মজুমদার।
প্রশ্ন: প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি কে? উত্তর: মুসা ইব্রাহীম।
প্রশ্ন: 'তাজিং ডং'-এর উচ্চতা কত? উত্তর: ১২৩১ মি. বা ৪০৩৯ ফুট।
প্রশ্ন: 'তাজিং ডং' কোথায় অবস্থিত? উত্তর: রুমা, বান্দরবান।
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী? উত্তর: তাজিং ডং, যার অপর নাম 'বিজয়'।
প্রশ্ন: 'বাংলার দার্জিলিং' নামে খ্যাত কোন পাহাড়? উত্তর: চিম্বুক পাহাড়।
প্রশ্ন: বাংলাদেশের কোন পাহাড়কে 'কালা পাহাড়' বা 'পাহাড়ের রানী' বলা হয়? উত্তর: চিম্বুক পাহাড়কে।
প্রশ্ন: হিন্দুদের তীর্থস্থানের জন্য খ্যাত 'চন্দ্রনাথের পাহাড়' কোথায় অবস্থিত? উত্তর: চট্টগ্রামের সীতাকুণ্ডে।
প্রশ্ন: চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে? উত্তর: মারমা।
প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন কত? উত্তর: ৩৩.৬৫ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কী? উত্তর: গারো পাহাড়।
প্রশ্ন: বাংলাদেশের পাহাড়সমূহ কোন শ্রেণির? উত্তর: ভাঁজ বা ভঙ্গিল পর্বত শ্রেণির।
প্রশ্ন: বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয় কোন যুগে? উত্তর: টারশিয়ারি যুগে।
top
Back
Home
Gsearch