প্রশ্ন: বাংলাদেশ বেতার স্থাপন করা হয় কত সালে?
উ: ১৬ ডিসেম্বর, ১৯৩৯ সালে।
প্রশ্ন: বাংলাদেশের বেতার স্টেশন সংখ্যা কতটি?
উ: ১৫টি।
প্রশ্ন: বাংলাদেশ বেতারের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: আগারগাঁও, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ বেতারকেন্দ্রে প্রচারিত প্রথম নাটক কি?
উত্তর: বুদ্ধদেব বসুর 'কাঠ ঠোকরা' (উদ্বোধনী দিনে)।
প্রশ্ন: বাংলাদেশ বেতারের' পূর্ব নাম কী ছিল?
উ: রেডিও বাংলাদেশ।
প্রশ্ন: বাংলাদেশ বেতারের চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্র কখন তাদের কার্যক্রম শুরু করে?
উ: ১৯৫৪ সালে।
প্রশ্ন: বরিশাল বেতার কেন্দ্র কবে উদ্বোধন করা হয়?
উ: ১২ জুন ১৯৯৯ সালে।
প্রশ্ন: দেশের প্রথম FM রেডিও চ্যানেল কোনটি?
উ: রেডিও টু-ডে।
প্রশ্ন: দেশের প্রথম কমিউনিটি রেডিও কোথায় চালু হয়?
উ: বরগুনা জেলার আমতলীতে।
প্রশ্ন: বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৬৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এবং একমাত্র বেসরকারি রেডিও চ্যানেলের নাম কী?
উ: রেডিও মেট্রোওয়েভ।
প্রশ্ন: বাংলাদেশ বেতারের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ: ঢাকার- আগারগাঁও এ।
প্রশ্ন: 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' কোথায় স্থাপিত হয়েছিল?
উ: চট্টগ্রামের-কালুরঘাটে।
প্রশ্ন: বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৬১ সালে।
প্রশ্ন: ঠাকুরগাঁও বেতার কেন্দ্র কখন থেকে নিজস্ব অনুষ্ঠান প্রচার শুরু করে?
উ: ১ মার্চ, ১৯৯৭ সালে।